যোসেফ স্তালিন

জোসেফ স্তালিন (রুশ: Иосиф Сталин, জর্জীয়: იოსებ სტალინი; ১৮ ডিসেম্বর ১৮৭৮ – ৫ মার্চ ১৯৫৩) একজন রুশ সাম্যবাদী রাজনীতিবিদ এবং ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

জোসেফ স্তালিন

জোসেফ স্তালিন


সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব
In office
৩ এপ্রিল ১৯২২  ৫ মার্চ ১৯৫৩
Preceded by কেউ নয় (১৯২২ সালে পদটি সৃষ্টি করা হয়)
Succeeded by নিকিতা ক্রুশ্চেভ

সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী
In office
৬ মে ১৯৪১  ৫ মার্চ ১৯৫৩
Preceded by ভাচেস্লাভ মলোতভ
Succeeded by গিওর্গি মালেনকভ

Born ১৮ ডিসেম্বর ১৮৭৮
গোরি, জর্জিয়া, রুশ সাম্রাজ্য
Died ৫ মার্চ ১৯৫৩
মস্কো, রুশ ফেডারেটিভ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন
Nationality জর্জীয়
Political party সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি

সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের এই সময়ে স্তালিনের নেতৃত্বে প্রচলিত রাজনৈতিক মতবাদ "স্তালিনবাদ" নামে পরিচিত। শুরুতে কেন্দ্রীয় কমিটির অন্যতম সচিব হিসাবে স্তালিনের ক্ষমতা সীমিত ছিল। ধীরে ধীরে স্তালিন ক্ষমতা কেন্দ্রীভূত করে নেন এবং দলের নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের শাসনক্ষমতা কুক্ষিগত করেন।

স্তালিন সোভিয়েত ইউনিয়নে কেন্দ্রীয়ভাবে পরিচালিত অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেন। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় সবটুকুই অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিল। স্তালিনের দ্রুত শিল্পায়ন ও কৃষিকার্যের যৌথীকরণের মাধ্যমে পুরো দেশটি অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হয়। কিন্তু একই সময়ে অর্থনৈতিক উত্থান-পতনের দরুন বহু মানুষ দুর্ভিক্ষে মারা যায়। ১৯৩০-এর দশকে স্তালিন নিজের ক্ষমতা শক্ত করবার জন্য নিপীড়ন শুরু করেন, যার ফলে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে বহু মানুষকে হত্যা করা হয়, অথবা সাইবেরিয়ামধ্য এশিয়ার শ্রম শিবিরে নির্বাসিত করা হয়। রাশিয়ার অনেক জাতিগোষ্ঠীকে তাদের বসতবাড়ি থেকে উৎখাত করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

স্তালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং নাৎসি জার্মানির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়, যা ৪০ বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে।

বহিঃসংযোগ

সামরিক দপ্তর
পূর্বসূরী
Rank established
Generalissimo of the Soviet Union
1945–1953
উত্তরসূরী
Rank absolished
পূর্বসূরী
Post Created
previous party leader Vladimir Lenin
General Secretary of the Communist Party of the Soviet Union
1922–1953
উত্তরসূরী
Nikita Khrushchev
পূর্বসূরী
Vyacheslav Molotov
Premier of the Soviet Union
1941–1953
উত্তরসূরী
Georgy Malenkov

টেমপ্লেট:Leaders of CPSU টেমপ্লেট:RussianPMs টেমপ্লেট:Marshals of the Soviet Union

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.