সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি

সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হল ভূতপূর্ব "সোভিয়েত ইউনিয়নের" একমাত্র বৈধ শাসক রাজনৈতিক দল এবং বিশ্বের অন্যতম বৃহৎ কমিউনিস্ট সংগঠন। ১৯৯১ সালের অগস্ট মাস থেকে এই দলটির আধিপত্যের অবসান ঘটে।

সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি

Коммунистическая партия Советского Союза (Kommunisticheskaya partiya Sovetskogo Soyuza)
নেতাভ্লাদিমির লেনিন
স্লোগানWorkers of the world, unite!
প্রতিষ্ঠাজানুয়ারি, ১৯১২
ভাঙ্গনঅগস্ট, ১৯৯১
মতাদর্শকমিউনিজম,
মার্ক্সবাদ-লেনিনবাদ,
স্তালিনবাদ
আন্তর্জাতিক অধিভুক্তিComintern (১৯৪৩ পর্যন্ত) Cominform (১৯৫৬ পর্যন্ত)

রাশিয়ান সোশ্যাল ডেমক্রেটিক লেবার পার্টির বলশেভিক গোষ্ঠী থেকে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে এই দলটি উদ্ভূত হয়। ১৯১৭ সালে এই দলটি নেতৃত্বেই রুশ প্রাদেশিক সরকারকে ক্ষমতাচ্যুত করে অক্টোবর বিপ্লব সংঘটিত হয়, যার ফলস্বরূপ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.