উইলিয়াম মরিস

উইলিয়াম মরিস (ইংরেজি: William Morris) (২৪ মার্চ, ১৮৩৪ – ৩ অক্টোবর, ১৮৯৬) ছিলেন একজন ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী। তিনি তার কল্পলৌকিক উপন্যাস নিউজ ফ্রম নোহোয়্যার-এর জন্য বিখ্যাত ছিলেন।[1] ব্রিটিশ চারু ও কারুকলা আন্দোলনের সাথে যুক্ত থেকে তিনি ঐতিহ্যবাহী ব্রিটিশ টেক্সটাইল শিল্প এবং এর উৎপাদনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সাহিত্যিক অবদান আধুনিক ফ্যান্টাসি সাহিত্য প্রতিষ্ঠায় সাহায্য করে, যেখানে তিনি ব্রিটেনের প্রথমদিকের সমাজতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহযোগিতা করে।

উইলিয়াম মরিস
William Morris
William Morris by Frederick Hollyer, 1887
জন্ম(১৮৩৪-০৩-২৪)২৪ মার্চ ১৮৩৪
Walthamstow, ইংল্যান্ড
মৃত্যু৩ অক্টোবর ১৮৯৬(1896-10-03) (বয়স ৬২)
লন্ডন, ইংল্যান্ড
পেশাশিল্পী, ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক, সমাজতন্ত্রি
পরিচিতির কারণWallpaper and textile design, fantasy fiction / medievalism, সমাজতন্ত্র
উল্লেখযোগ্য কর্ম
নিউজ ফ্রম নোহোয়্যার, The Well at the World's End

তথ্যসূত্র

  1. কবীর চৌধুরী, সাহিত্যকোষ, মাওলা ব্রাদার্স, ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-১২৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.