তেহরান

তেহরান (ফার্সি ভাষায় تهران থেহ্রন [tʰehˈɾɒn]) ইরানের রাজধানী ও প্রধান শহর।

تهران
তেহরান
ডাকনাম: ৭২টি জাতির শহর.
স্থানাঙ্ক: ৩৫°৪১′৪৬.২৮″ উত্তর ৫১°২৫′২২.৬৬″ পূর্ব
Country Iran
ProvinceTehran
CountyTehran
Ray
Shemiranat
DistrictCentral
সরকার
  মেয়রMohammad Ghalibaf
আয়তন
  পৌর এলাকা৭৩০ কিমি (২৮০ বর্গমাইল)
উচ্চতা[1]৯০০ to ১৮৩০ মিটার (২৯৫২ to ৬০০৩ ফুট)
জনসংখ্যা (est.)
  শহর৭১,৬০,০৯৪
  জনঘনত্ব১১৮০০/কিমি (৩১০০০/বর্গমাইল)
  পৌর এলাকা<s,pa,n ,st,yl,e=,"d,is,pla
  মহানগর১,৪০,০০,০০০
 The exact number is unknown.
সময় অঞ্চলIRST (ইউটিসি+03:30)
  গ্রীষ্মকালীন (দিসস)IRDT (ইউটিসি+04:30)

১৭৯৬ খ্রিষ্টাব্দে কাজার বংশের আঘা মোহাম্মদ খান কর্তৃক তেহরানকে ইরানের রাজধানী হিসেবে প্রথমবার নির্বাচিত করা হয়েছিল, যাতে রাশিয়া-ইরানী যুদ্ধের ফলে ইরানের কাছ থেকে পৃথক হওয়া ককেশাস অঞ্চলে ইরানের অঞ্চলগুলির নিকটবর্তী স্থানে থাকা যায় এবং পূর্ববর্তী শাসনকার্য ইরানের বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায় । রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।

তেহরান একটি কুৎসিত এবং বড় গ্রাম হিসাবে পরিচিত হয়

ইতিহাস

১৭৯৬ খ্রিষ্টাব্দে কাজার বংশের আঘা মোহাম্মদ খান কর্তৃক তেহরানকে ইরানের রাজধানী হিসেবে প্রথমবার নির্বাচিত করা হয়েছিল, যাতে রাশিয়া-ইরানী যুদ্ধের ফলে ইরানের কাছ থেকে পৃথক হওয়া ককেশাস অঞ্চলে ইরানের অঞ্চলগুলির নিকটবর্তী স্থানে থাকা যায় এবং পূর্ববর্তী শাসনকার্য ইরানের বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায় । রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।

জনবসতি

তেহরান ইরান ও পশ্চিম এশিয়ায় সবচেয়ে জনবহুল শহর।

পরিবহণ

আকাশপথে

তেহরান মেহরাবদ এবং ইমাম খোমেইনি এই দুই আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা পরিবেশিত হয়। মেহরাবদ বিমানবন্দর, পশ্চিমা তেহরানের একটি পুরনো এয়ারপোর্ট প্রধানত অভন্তরীন ও সনদ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়। শহরের ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত তেহরান ইমাম খোমিনি বিমানবন্দর প্রধানত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।

স্থিরচিত্র

তেহরানের দৃশ্য
তেহরান
আজাদী স্টেডিয়াম, তেহরান, পশ্চিম এশিয়া

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.