মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য হল এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ইতিহাসের আদিকাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পারস্য উপসাগর তীরে অবস্থিত এবং প্রচুর অশোধিত পেট্রোলিয়াম জ্বালানী তেল সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্য আধুনিক বিশ্বে অর্থনৈতিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ অঞ্চলে বা জনপদে পরিণত হয়েছে।
মধ্যপ্রাচ্য | |
---|---|
![]() মধ্যপ্রাচ্য (সবুজে). | |
ভাষা | আরবি ভাষা, হিব্রু ভাষা |
দেশসমূহ |
ইতিহাস
মধ্যপ্রাচ্য ইউরেশিয়া, ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর'র সঙ্গমস্থলে অবস্থিত। মধ্যপ্রাচ্য বিভিন্ন ধর্মের জন্মভুমি ও আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত।
আরও দেখুন
- রামাল্লাহ -
ফিলিস্তিন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ১৯৫৭ থেকে মধ্যপ্রাচ্যে ব্যবসায় মেধা: "মধ্যপ্রাচ্যে ব্যবসায়ে নেতৃত্বদান তথ্যের উৎস" - MEED.com
- মধ্যপ্রাচ্যের খবর ইয়াহুর খবর থেকে।
- কার্লি-এ মধ্যপ্রাচ্য (ইংরেজি)
- মধ্যপ্রাচ্যের ব্যবসা, অর্থনৈতিক এবং শিল্পের বানিজ্যের সংবাদ — ArabianBusiness.com
- মধ্যপ্রাচ্যের দেশসমূহ — বিবিধ.কম