আশখাবাদ

আশখাবাদ (তুর্কমেনীয়: Aşgabat, ফার্সি: عشق‌آباد, রুশ: Ашхабáд) তুর্কমেনিস্তানের রাজধানী ও প্রধান শহর। এটি তুরকেমেনিস্তান ও মধ্য এশিয়ার বৃহত্তম শহর। ১৯১৯ থেকে ১৯২৭ সালে এই শহরের নাম রাখা হয়েছিল পোলতোরাস্তক। এই শহরটি কারাকুম মরুভূমি ও কোপে দাগ পর্বতের মাঝে অবস্থিত।

আশখাবাদ

Aşgabat/Ашгабат (তুর্কমেনীয়)
Ашхабад (রুশ)


পোলতোরাস্তক (১৯১৯-১৯২৭)

সীলমোহর
তুর্কমেনিস্তানে আশখাবাদের অবস্থান
স্থানাঙ্ক: ৩৭°৫৬′ উত্তর ৫৮°২২′ পূর্ব
দেশ তুর্কমেনিস্তান
প্রতিষ্ঠা১৮৮১
সরকার
  ধরনরাষ্ট্রপতি শাসিত
  মেয়রদুর্দিলিয়েভ[1]
আয়তন
  মোট৪৪০ কিমি (১৭০ বর্গমাইল)
উচ্চতা২১৯ মিটার (৭১৯ ফুট)
জনসংখ্যা (২০১২)
  মোট১০,৩১,৯৯২
  জনঘনত্ব২৩০০/কিমি (৬১০০/বর্গমাইল)
পোস্টাল কোড744000 - 744040
এলাকা কোড(+993) 12
যানবাহন নিবন্ধনAG
ওয়েবসাইটwww.ashgabat.gov.tm
আশখাবাদের উপগ্রহ থেকে দৃশ্য

ইতিহাস

আশখাবাদ শহরটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় নিকটবর্তী আশখাবাদ বসতির নামানুসারে। তুর্কমেনীয় ভাষায় আশখাবাদ শব্দের শাব্দিক অর্থ প্রিয় শহর[2]

জেলাসমূহ

আশখাবাদে নিম্নোক্ত জেলাসমূহ রয়েছে:[3]

  1. আর্কাবিল জেলা (তুর্কমেনীয়: Arçabil etraby, Арчабильский)
  2. বের্কারার্লিক জেল (তুর্কমেনীয়: Berkararlyk etraby, Беркарарлыкский)
  3. কোপেৎদাগ জেলা (তুর্কমেনীয়: Köpetdag etraby, Копетдагский)
  4. বাগতিয়ালার্ক জেলা (তুর্কমেনীয়: Bagtyýarlyk etraby, Багтырялыкский)
  5. চান্দিবিল জেলা (তুর্কমেনীয়: Çandybil etraby, Чандыбильский)

২০১৩ সালে আহাল অঞ্চলের নিম্নোক্ত এলাকাসমূহ আশখাবাদ শহরের সাথে যুক্ত হয়:[4]

  1. আবাদান জেলা (তুর্কমেনীয়: Abadan etraby, Абаданский)
  2. রুহাবাদ জেলা (তুর্কমেনীয়: Ruhabat etraby, Рухабадский)

দর্শনীয় স্থান

তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আনিন্দ্য সুন্দর স্থাপনা এরতুগরুল গাজি মসজিদের অবস্থান। ১৯৯৮ সালে মসজিদটি নামাজের জন্য চালু করা হয়। সাদা মর্মর পাথরের এ স্থাপনাটি স্মরণ করিয়ে দেয় তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদের কথা।

তথ্যসূত্র

  1. "Государственное информационное агентство Туркменистана - TDH"tdh.gov.tm। সংগ্রহের তারিখ আগস্ট ২, ২০১৭
  2. Pospelov, pp. 29–30
  3. "??" (PDF)। Stat.gov.tm। ডিসেম্বর ২, ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮
  4. "Туркменистан: золотой век"। Turkmenistan.gov.tm। ২০১৩-০৫-২৭। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.