কনমেবল

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন (স্পেনীয়: Confederación Sudamericana de Fútbol; পর্তুগিজ: Confederação Sul-Americana de Futebol) সাধারণ্যের কাছে কনমেবল নামেই সমধিক পরিচিত। সংস্থাটি দক্ষিণ আমেরিকার প্রধান ক্রীড়া পরিচালনা পর্ষদফিফার ছয়টি মহাদেশীয় সংস্থার অন্যতম একটি। প্যারাগুয়ের লুকো এলাকায় এর সদর দফতর অবস্থিত। এর সভাপতি হিসেবে আছেন নিকোলাস লিওজ। কনমেবল দক্ষিণ আমেরিকার প্রধান ক্রীড়া প্রতিযোগিতাগুলো আয়োজন করে থাকে। কনমেবলের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলগুলো নয়বার বিশ্বকাপ ফুটবল জয় করেছে। তন্মধ্যে - ব্রাজিল ৫বার, আর্জেন্টিনাউরুগুয়ে ২বার এ ট্রফি লাভ করে। এছাড়াও কনমেবলের ক্লাবগুলো ২২বার আন্তঃমহাদেশীয় কাপ এবং ৩বার ফিফা ক্লাব বিশ্বকাপ জয করে। অলিম্পিক গেমসে আর্জেন্টিনাউরুগুয়ে ২বার স্বর্ণপদক লাভ করে। ১০ সদস্যবিশিষ্ট এ ফুটবল সংস্থাটি ফিফার সবচেয়ে ছোট্ট সংগঠন।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন
সংক্ষেপেCONMEBOL
গঠিত৯ জুলাই, ১৯১৬
ধরণজাতীয় পর্যায়ের সংস্থা
সদরদপ্তর লুকো, প্যারাগুয়ে
স্থানাঙ্ক২৫°১৫′৩৮″ দক্ষিণ ৫৭°৩০′৫৮″ পশ্চিম
যে অঞ্চলে কাজ করে
দক্ষিণ আমেরিকা
সদস্যপদ
১০ সদস্যবিশিষ্ট সংগঠন
দাপ্তরিক ভাষা
স্পেনীয়, পর্তুগিজ
মহাসচিব
জোস লুইস মেইজনার
নিকোলাস লিওজ
ওয়েবসাইটwww.CONMEBOL.com

ইতিহাস

১৯১৬ সালে ক্যাম্পিওনাতো সাদামেরিকানো ডি ফুটবলের প্রথম পর্যায়ে যা বর্তমানে কোপা আমেরিকা নামে পরিচিত, আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতাকে সফল করে তুলতে চারটি দেশের ফুটবল সংস্থা এতে একত্রিত হয়ে একটি ক্রীড়া পরিচালনা সংস্থা গঠন করে। এভাবেই ৯ জুলাই, ১৯১৬ সালে আর্জেন্টিনার স্বাধীনতা দিবসে উরুগুয়ের হিক্টর রিভাদাভিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় কনমেবল প্রতিষ্ঠিত হয়। কিন্তু তা আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি এবং উরুগুয়ের ফুটবল সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছিল। একই বছরের ১৫ ডিসেম্বর সাংগঠনিকভাবে কংগ্রেস কর্তৃক তা চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। এর পরের বছরগুলোয় দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের ফুটবল সংস্থাগুলো এতে যোগ দেয়। ১৯৫২ সালে ভেনেজুয়েলাও এতে যোগ দেয়। গায়ানা, সুরিনাম, ফরাসী গায়ানা ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকায় অন্তর্ভুক্ত হলেও তারা কনমেবলের অংশ নয়। ফরাসী উপনিবেশ, সাবেক ব্রিটিশ উপনিবেশ এবং সাবেক পর্তুগীজ উপনিবেশ ও ক্যারিবিয় সাগরের নিকটবর্তী দেশগুলো কনকাকাফের অন্তর্ভুক্ত হয় মূলতঃ ইতিহাস, সাংস্কৃতিক এবং খেলাধূলার কারণে। দশ সদস্যবিশিষ্ট কনমেবল সবচেয়ে ছোট এবং একমাত্র ভূমিকেন্দ্রিক ফিফা কনফেডারেশনের অংশবিশেষ।

সদস্য

দেশ সংস্থা প্রতিষ্ঠাকাল যোগদান জাতীয় দল শীর্ষ বিভাগ
 আর্জেন্টিনা এএফএ ১৮৯৩ ১৯১৬ ARG (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন
 বলিভিয়া এফবিএফ ১৯২৫ ১৯২৬ BOL (পুরুষ, মহিলা) লিগা প্রফেশনাল
 ব্রাজিল সিবিএফ ১৯১৪ ১৯১৬ BRA (পুরুষ, মহিলা) সিরি এ/ব্রাসিলেইরাও
 চিলি এফএফসি ১৮৯৫ ১৯১৬ CHI (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন
 কলম্বিয়া এফসিএফ ১৯২৪ ১৯৩৬ COL (পুরুষ, মহিলা) প্রাইমেরা এ
 ইকুয়েডর এফইএফ ১৯২৫ ১৯২৭ ECU (পুরুষ, মহিলা) সিরি এ
 প্যারাগুয়ে এপিএফ ১৯০৬ ১৯২১ PAR (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন
 পেরু এফপিএফ ১৯২২ ১৯২৫ PER (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন
 উরুগুয়ে এইউএফ ১৮৯৯ ১৯১৬ URU (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন
 ভেনেজুয়েলা এফভিএফ ১৯২৬ ১৯৫২ VEN (পুরুষ, মহিলা) প্রাইমেরা ডিভিশন

প্রতিযোগিতাসমূহ

সভাপতি

নাম দেশ মেয়াদকাল
হেক্টর রিভাদাভিয়া গোমেজ উরুগুয়ে১৯১৬-১৯৩৬
লুইস ও. সালেসি১৯৩৬-১৯৩৯
লুইস ভ্যালেনজুয়েলা হারমোসিলা চিলি১৯৩৯-১৯৫৫
কার্লোস দিতবর্ন পিন্টো চিলি১৯৫৫-১৯৫৭
জোস রামোস ডি ফ্রেইতাস ব্রাজিল১৯৫৭-১৯৫৯
ফার্মিন সোরহুয়েতা১৯৫৯-১৯৬১
রাউল এইচ. কলম্বো আর্জেন্টিনা১৯৬১-১৯৬৬
তিওফিলো সালিনাস ফুলার পেরু১৯৬৬ - ১৯৮৬
নিকোলাস লিওজ প্যারাগুয়ে১৯৮৬-বর্তমান

বিশ্বকাপে অংশগ্রহণ

ব্যাখ্যা
  • ১মচ্যাম্পিয়ন
  • ২য়রানার-আপ
  •  ৩য়  – তৃতীয় স্থান[1]
  • ৪র্থ - চতুর্থ স্থান
  • কো – কোয়ার্টার ফাইনাল
  • রা১৬ – ১৬ দল (১৯৮৬ সাল থেকে নকআউট)
  • রা২ - দ্বিতীয় রাউন্ড (১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের প্রতিযোগিতায় দুইটি গ্রুপ ছিল)
  • গ্রুপ – গ্রুপ পর্ব (১৯৫০, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের প্রতিযোগিতায় দুইটি গ্রুপ ছিল)
  • প্রপ – প্রথম নকআউট পর্ব (১৯৩৪-১৯৩৮ পর্যন্ত একবারের জন্য অংশগ্রহণ)
  •    যোগ্যতা অর্জন করেনি
  •     অংশগ্রহণ/প্রত্যাহার/নিষিদ্ধ হয়নি
  •      স্বাগতিক দেশ
দল
১৯৩০

১৯৩৪

১৯৩৮

১৯৫০

১৯৫৪

১৯৫৮

১৯৬২

১৯৬৬

১৯৭০

১৯৭৪

১৯৭৮

১৯৮২

১৯৮৬

১৯৯০

১৯৯৪

১৯৯৮

২০০২

২০০৬

২০১০

২০১৪

২০১৮

২০২২
মোট
অংশগ্রহণ
বিশ্বকাপে
যোগ্যতাসহ
 আর্জেন্টিনা2nd1SGSGSQFR21stR21st2ndR16QFGSQFQF???1516
 বলিভিয়াGSGSGS???316
 ব্রাজিলGS1S3rd2ndQF1st1stGS1st4th3rdR2QFR161st2nd1stQFQF???1919
 চিলিGSGS3rdGSGSGSR16R16???816
 কলম্বিয়াGSR16GSGS???414
 ইকুয়েডরGSR16???213
 প্যারাগুয়েGSGSGSR16R16R16GSQF???817
 পেরুGSQFR2GS???415
 উরুগুয়ে1st1st4thGSQF4thGSR16R16GS4th???1117
 ভেনেজুয়েলা???011
সম্মিলিতভাবে অংশগ্রহণTBDTBDTBD৭৪
বিশ্বকাপে যোগ্যতা অর্জনসহ১০১০১০১০১০১০১০১০১০১০TBDTBDTBD১৫৪

তথ্যসূত্র

  1. There was no Third Place match in 1930; The United States and Yugoslavia lost in the semifinals. FIFA recognizes the United States as the third-placed team and Yugoslavia as the fourth-placed team using the overall records of the teams in the 1930 FIFA World Cup.

টেমপ্লেট:National Members of the South American Football Confederation টেমপ্লেট:South American football

টেমপ্লেট:International club football টেমপ্লেট:International women's club football টেমপ্লেট:International futsal টেমপ্লেট:International club futsal টেমপ্লেট:International Beach Soccer টেমপ্লেট:CONMEBOL leagues

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.