কুলিয়া ইউনিয়ন, মেলান্দহ

কুলিয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একটি ইউনিয়ন[1][2]

কুলিয়া ইউনিয়ন
ইউনিয়ন
২নং কুলিয়া ইউনিয়ন পরিষদ।
কুলিয়া ইউনিয়ন
বাংলাদেশে কুলিয়া ইউনিয়ন, মেলান্দহের অবস্থান
স্থানাঙ্ক: ২৪.৯৮১১৭৫° উত্তর ৮৯.৮২৭৪৫৯° পূর্ব / 24.981175; 89.827459
দেশ বাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাজামালপুর জেলা
উপজেলামেলান্দহ উপজেলা
প্রতিষ্ঠা১৯৬১
সাক্ষরতার হার
  মোট৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের উত্তরে ১নং দুরমুট ইউনিয়ন, পশ্চিমে ৬নং পচাবহলা ইউনিয়ন, দক্ষিণে মেলান্দহ পৌরসভা,পূ্র্বে ১১নং শ্যামপুর ইউনিয়ন

ইতিহাস

বৃটিশ শাসনামলে মেলান্দহ থানার ১০টি ইউনিয়ন ছিল। ইউনিয়ন গুলির নাম করণ, যথাক্রমে ১নং , ২নং , ৩নং , ৪নং, ৫নং, ৬নং, ৭নং, ৮নং, ৯নং, ১০নং ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। মহকুমা প্রশাসাক মেলান্দহ থানার ১০টি ইউনিয়নের প্রেসিডেন্টকে আদেশ জারি করেন প্রেসিডেন্ট যে গ্রামে বাসিন্দা সেই গ্রামের নাম অনুযায়ী ইউনিয়নের সাথে গ্রামের নাম অনুযায়ী ইউনিয়ন পরিষদের নাম করণ করতে হবে। সে সময় ইলাপ উদ্দিন সরকার ২নং ইউনিয়নের  প্রেসিডেন্ট ছিলেন এবং কুলিয়া গ্রামের  বাসিন্দা ছিলেন তাই কুলিয়া গ্রামের নাম অনুযায়ী ২নং ইউনিয়নকে, ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদ নাম করণ করেন।

প্রশাসনিক এলাকা

  • আমডাংগা
  • পশ্চিম শ্যামপুর
  • টুপকার চর
  • চর বসন্ত পূর্ব
  • ২ নং চর
  • উ: বালুর চর
  • দ: বালুর চর
  • কাজাইকাটা
  • পূর্ব শ্যামপুর
  • আমডাংগা
  • বাউলের পাড়া
  • টুপকার চর
  • গোবিন্দী

আয়তন ও জনসংখ্যা

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার : 

শিক্ষা প্রতিষ্ঠাণ : সর্ব মোট ২৯ টি

  • মহাবিদ্যালয় ১টি
  • উচ্চ বিদ্যালয় ২টি
  • প্রাথমিক বিদ্যালয় ১২টি
  • বিদ্যালয়ঃ ৪টি
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২ টি                                                                                      
  • কিন্ডার গার্ডেন ২টি
  • মাদ্রাসা ৩টি
  • নূর ও হেফজ মাদ্রাসা ৯টি

📖শিক্ষা প্রতিষ্ঠানের নামসমূহ:-

১)আলেয়া আজম কলেজ

২)টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়

৩)ব্লু-বার্ড কিন্ডার গার্টেন স্কুল

ঈদগাহ মাঠ

🕌 হাজী ময়ছেন এবনে সামরষ স্মৃতি ঈদগাহ মাঠ

দর্শনীয় স্থান

কৃতী ব্যক্তিত্ব

🎗️হাজী ময়ছেন আলী

জনপ্রতিনিধি

🏅মোঃ হানিফ উদ্দিন মেম্বার

বর্তমান চেয়ারম্যান- ফজলুর রহমান (ঠান্ড)

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১
০২
০৩

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কুলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২
  2. "মেলান্দহ উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.