শ্যাম মানেকশ’

ফিল্ড মার্শাল শ্যাম হোরামশিজি প্রেমজি "শ্যাম বাহাদুর" জামসেদজি মানেকশ' (৩রা এপ্রিল, ১৯১৪ - ২৭শে জুন, ২০০৮) পারস্য বংশোদ্ভূত ভারতীয় সামরিক কর্মকর্তা। তিনি মূলত পারস্যের জরথুস্ত্রীয় ধর্মের অনুসারী ছিলেন যিনি শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।[2]

ফিল্ড মার্শাল
শ্যাম মানেকশ'
মিলিটারি ক্রস
ডাকনামস্যাম বাহাদুর
জন্ম(১৯১৪-০৪-০৩)৩ এপ্রিল ১৯১৪
অমৃতসর, পাঞ্জাব
মৃত্যু২৭ জুন ২০০৮(2008-06-27) (বয়স ৯৪)
ওয়েলিংটন, তামিলনাড়ু
সমাধি অবস্থিতঅটি, তামিলনাড়ু
আনুগত্য ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত (১৯৪৭ সালের পর)
সার্ভিস/শাখা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী
 ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৩৪–১৯৭৩, ২০০৮ (আমৃত্যু ফিল্ড মার্শাল)[1]
পদমর্যাদা ফিল্ড মার্শাল
নেতৃত্বসমূহ পূর্বাঞ্চলীয় কমান্ড
পশ্চিমাঞ্চলীয় কমান্ড (ভারত)পশ্চিমাঞ্চলীয় কমান্ড
চতুর্থ কর্প‌স
ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ
পরিচালক, সামরিক অপারেশন
ইনফেন্ট্রি স্কুল,মাহো
ষোলতম পাঞ্জাব রেজিমেন্ট
চিত্র:5 Gorkha Rifles.png ৫ গুর্খা রাইফেলস
চিত্র:8 Gorkha Rifles.png ৮ গুর্খা রাইফেলস
বারোতম ফ্রন্টিয়ার ফোর্স‌ রেজিমেন্ট
রয়েল স্কাউটস
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বিশ্বযুদ্ধ
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭
ভারত-চীন যুদ্ধ
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ১৯৭১
পুরস্কার পদ্মবিভূষণ
পদ্মভূষণ
মিলিটারি ক্রস
স্বাক্ষর

শ্যাম মানেকশ' ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। অন্যজন হলেন কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল।[3]

তথ্যসূত্র

  1. Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
  2. Sam Bahadur: A soldier's general, Times of India, 27 June 2008. Retrieved 30 June 2008.
  3. Gokhale, Nitin (৩ এপ্রিল ২০১৪)। "Remembering Sam Manekshaw, India's greatest general, on his birth centenary"NDTV। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৬

বহিঃসংযোগ

পূর্বসূরী
পরমশিব প্রভাকর কুমারমঙ্গল
সেনাবাহিনী প্রধান
১৯৬৯–১৯৭৩
উত্তরসূরী
গোপাল গুরুনাথ বেউর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.