পদ্মবিভূষণ

পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়। মর্যাদাক্রম অনুসারে, পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়।

পদ্মবিভূষণ
দেশ ভারত
পুরস্কারদাতা দেশ ভারত সরকার
ধরন জাতীয় বেসামরিক নাগরিক
পুরস্কৃত হওয়ার কারন
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৯৫৪
প্রথম পুরস্কৃত ১৯৫৪
শেষ পুরস্কৃত ২০১৮
সর্বমোট পুরস্কৃত ৩০৩
ফিতা মধ্যমানের গোলাপি
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) ভারতরত্ন
পরবর্তী (অধীনস্থ) পদ্মভূষণ

ইতিহাস

১৯৫৪ সালের ২ জানুয়ারি একটি রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে এই সম্মাননা প্রবর্তিত হয়। প্রকৃতপক্ষে এই সম্মাননার প্রবর্তিত হয়েছিল তিন-বর্গের "পদ্মবিভূষণ" সম্মানের "প্রথম বর্গ" রূপে। যদিও ১৯৫৫ সালে এই সম্মাননার ধরন পরিবর্তন করা হয় এবং প্রকৃত পরিকল্পনার আকারে এই সম্মাননা প্রদানের কোনো উল্লেখ পাওয়া যায় না। ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল এবং ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই সম্মাননা প্রদান করা হয়নি।

২০০৯ সাল পর্যন্ত মোট ২৫৮ জন এই পুরস্কার পেয়েছেন।[1]

পদকের বিবরণ

প্রথম পদক (১৯৫৪-৫৫)

প্রথম পদকটি ছিল একটি গোলাকার স্বর্ণপদক। এর ব্যাস ছিল ১-৩/৮ ইঞ্চি। কেন্দ্রে একটি পদ্মফুল, উপরে "পদ্মবিভূষণ" কথাটি ও নিচে একটি পুষ্পবৃত্ত চিত্রিত ছিল। অপর পিঠে কেন্দ্রে ভারতের জাতীয় প্রতীক, উপরে "দেশ সেবা" কথাটি এবং নিচে একটি পদ্মবৃত্ত চিত্রিত ছিল। তবে এই নকশাটি কোনো প্রাপকের সম্মানপদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল কিনা তার কোনো লিখিত উল্লেখ পাওয়া যায় না।

দ্বিতীয় পদক (১৯৫৫-১৯৫৭)

১৯৫৫ সালে ব্যাজের নকশাটিতে পরিবর্তন এনে এটিকে "প্রধানত গোলাকার" করা হয়। টোনড ব্রোঞ্জে নির্মিত পদকটির ব্যাস হয় ১-৩/১৬ ইঞ্চি। এই ব্যাজের সঙ্গে যুক্ত করা হয় বিভিন্ন জ্যামিতিক আকার। পদকের কেন্দ্রে যে পদ্মটি চিত্রিত হয়, তার চারটি পাপড়ি সাদা সোনালি রঙে রঞ্জিত করা হয়। ফুলটির উপরে ও নিচে "পদ্মবিভূষণ" কথাটি রুপোলি গ্লিল্টিতে খোদিত হয়।

বর্তমান পদক (১৯৫৭–বর্তমান)

১৯৫৭ সালে পদকের নকশা একই রেখে কেবলমাত্র উপাদানে পরিবর্তন আনা হয়। টোনড ব্রোঞ্জের বদলে পদক নির্মাণের ক্ষেত্রে বার্নিসড ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়।

প্রাপকের তালিকা

বছরনামক্ষেত্ররাজ্যদেশ
১৯৫৪সত্যেন্দ্রনাথ দত্তসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
১৯৫৪জাকির হুসেইন (রাজনীতিবিদ)জননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৫৪বালাসাহেব গঙ্গাধর খেরজননীতিমহারাষ্ট্রভারত
১৯৫৪জিগমে দোরজি ওয়াংচুকজননীতি--ভুটান
১৯৫৪নন্দলাল বসুশিল্পকলাপশ্চিমবঙ্গভারত
১৯৫৪ভি. কে. কৃষ্ণ মেননজননীতিকেরলভারত
১৯৫৫ধোন্দো কেশব কারভেসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্রভারত
১৯৫৫জে. আর. ডি. টাটাশিল্প ও বাণিজ্যমহারাষ্ট্রভারত
১৯৫৬চন্দুলাল মাধবলাল ত্রিবেদীজননীতিমধ্যপ্রদেশভারত
১৯৫৬ফজল আলিজননীতিবিহারভারত
১৯৫৬জানকীবাই বাজাজসমাজসেবামধ্যপ্রদেশভারত
১৯৫৭ঘনশ্যাম দাস বিড়লাশিল্প ও বাণিজ্যরাজস্থানভারত
১৯৫৭মোতিলাল চিমনলাল সেতলবাদআইনজননীতিমহারাষ্ট্রভারত
১৯৫৭শ্রীপ্রকাশজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৫৯জন মাথাইসাহিত্য ও শিক্ষাকেরলভারত
১৯৫৯রাধাবিনোদ পালজননীতিপশ্চিমবঙ্গভারত
১৯৫৯গগনবিহারী লাল্লুভাই মেহতাসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৬০নারায়ণ রাঘবন পিল্লাইজননীতিতামিলনাড়ুভারত
১৯৬২ভি. আর. কৃষ্ণ আইয়ারজনকৃত্যকতামিলনাড়ুভারত
১৯৬২পদ্মজা নাইডুজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৬২বিজয়লক্ষ্মী পণ্ডিতজনকৃত্যকউত্তরপ্রদেশভারত
১৯৬৩এ. লক্ষ্মণস্বামী মুদালিয়ারচিকিৎসাবিজ্ঞানতামিলনাড়ুভারত
১৯৬৩সুনীতিকুমার চট্টোপাধ্যায়সাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
১৯৬৩হরি বিনায়ক পাতাসকরজননীতিমহারাষ্ট্রভারত
১৯৬৪গোপীনাথ কবিরাজসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশভারত
১৯৬৪আচার্য কালেকরসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্রভারত
১৯৬৫অর্জন সিংহজনকৃত্যকদিল্লিভারত
১৯৬৫জয়ন্ত নাথচৌধুরীজনকৃত্যকপশ্চিমবঙ্গভারত
১৯৬৫মেহদি নওয়াজ জঙ্গজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৬৬ভ্যালেরিয়ান কার্ডিনাল গ্রেসিয়াসসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৬৭ভোলানাথ ঝাজনকৃত্যকউত্তরপ্রদেশভারত
১৯৬৭চন্দ্র কিসান দফতরিজননীতিমহারাষ্ট্রভারত
১৯৬৭হাফিজ মোহাম্মদ ইব্রাহিমজনকৃত্যকঅন্ধ্রপ্রদেশভারত
১৯৬৭পাত্তাদাকাল ভেঙ্কান্না আর রাওজনকৃত্যকঅন্ধ্রপ্রদেশভারত
১৯৬৮মহাদেব শ্রীহরি আনেজননীতিমধ্যপ্রদেশভারত
১৯৬৮সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংইলিওনয়িসমার্কিন যুক্তরাষ্ট্র (ভারতীয় বংশোদ্ভূত)
১৯৬৮প্রশান্তচন্দ্র মহলানবিশপরিসংখ্যানদিল্লিভারত
১৯৬৮কে. বৈদ্যনাথ কল্যাণ সুন্দরমজননীতিদিল্লিভারত
১৯৬৮কৃপাল সিংহজনকৃত্যকদিল্লিভারত
১৯৬৯হরগোবিন্দ খোরানাবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংম্যাসাচুয়েটসমার্কিন যুক্তরাষ্ট্র (ভারতীয় বংশোদ্ভূত)
১৯৬৯মোহন সিংহ মেহতাজনকৃত্যকরাজস্থানভারত
১৯৬৯দত্তাত্রেয় শ্রীধর যোশীজনকৃত্যকমহারাষ্ট্রভারত
১৯৬৯ঘনানন্দ পাণ্ডেজনকৃত্যকউত্তরপ্রদেশভারত
১৯৬৯রাজেশ্বর দয়ালজনকৃত্যকদিল্লিভারত
১৯৭০বিনয় রঞ্জন সেনজনকৃত্যকপশ্চিমবঙ্গভারত
১৯৭০তারা চাঁদসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশভারত
১৯৭০পরমশিব প্রভাকর কুমারমঙ্গলমজনকৃত্যকতামিলনাড়ুভারত
১৯৭০সুরঞ্জন দাসজনকৃত্যকপশ্চিমবঙ্গভারত
১৯৭০হরবকস সিংহসামরিক পরিষেবাপাঞ্জাবভারত
১৯৭০এ. রামস্বামী মুদালিয়ারজনকৃত্যকঅন্ধ্রপ্রদেশভারত
১৯৭০অ্যান্টনি ল্যান্সলট ডায়াসজননীতিমহারাষ্ট্রভারত
১৯৭১বিঠল নাগেশ শিরোদকরচিকিৎসাবিজ্ঞানগোয়াভারত
১৯৭১বলরাম শিবরামনজনকৃত্যকতামিলনাড়ুভারত
১৯৭১বিমল প্রসাদ চালিহাজনকৃত্যকঅসমভারত
১৯৭১উদয় শংকরশিল্পকলামহারাষ্ট্রভারত
১৯৭১সুমতি মোরারজিজনকৃত্যকমহারাষ্ট্রভারত
১৯৭১আলাউদ্দিন খাঁশিল্পকলাপশ্চিমবঙ্গভারত
১৯৭২এস. এম. নন্দাজনকৃত্যকদিল্লিভারত
১৯৭২প্রতাপ চন্দ্র লালজনকৃত্যকপাঞ্জাবভারত
১৯৭২আদিত্য নাথ ঝাজননীতিউত্তরপ্রদেশভারত
১৯৭২জীবরাজ এন. মেহতাজননীতিমহারাষ্ট্রভারত
১৯৭২প্রহ্লাদ বালাচার্য গজেন্দ্রগড়করজননীতিমহারাষ্ট্রভারত
১৯৭২বিক্রম অম্বালাল সারাভাইবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংগুজরাটভারত
১৯৭২শ্যাম মানেকশসামরিক পরিষেবাতামিলনাড়ুভারত
১৯৭২গুলাম মোহাম্মদ সাদিকজননীতিজম্মু ও কাশ্মীরভারত
১৯৭২হোরমাসজি মানেকজি সিরভাইআইন ও জননীতিমহারাষ্ট্রভারত
১৯৭৩দৌলত সিংহ কোঠারিবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংদিল্লিভারত
১৯৭৩নগেন্দ্র সিংহজননীতিরাজস্থানভারত
১৯৭৩তিরুমলরাও স্বামীনাথনজনকৃত্যকতামিলনাড়ুভারত
১৯৭৩ইউ. এন. ধেবারসমাজসেবাগুজরাটভারত
১৯৭৩বাসন্তী দেবীজনকৃত্যকপশ্চিমবঙ্গভারত
১৯৭৩নেলি সেনগুপ্তাসমাজসেবাপশ্চিমবঙ্গভারত
১৯৭৪ভি. কস্তুরী রঙ্গ বরদরজা রাওজনকৃত্যককর্ণাটকভারত
১৯৭৪বিনোদ বিহারী মুখোপাধ্যায়শিল্পকলাপশ্চিমবঙ্গভারত
১৯৭৪হরিশ চন্দ্র সারিনজনকৃত্যকদিল্লিভারত
১৯৭৪নরেন দেআইনজননীতিপশ্চিমবঙ্গভারত
১৯৭৫বাসন্তী দুলাল নাগচৌধুরীসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
১৯৭৫চিন্তামন দ্বারকনাথ দেশমুখজননীতিমহারাষ্ট্রভারত
১৯৭৫দুর্গাবাই দেশমুখসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৭৫প্রেমলীলা বিঠলদাস থ্যাকারসেসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্রভারত
১৯৭৫রাজা রামান্নাবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকর্ণাটকভারত
১৯৭৫হোমি নাসেরওয়ানজি সেথনাজনকৃত্যকমহারাষ্ট্রভারত
১৯৭৫এম. এস. সব্বুলক্ষ্মীশিল্পকলাতামিলনাড়ুভারত
১৯৭৫মেরি ক্লাবওয়ালা যাদবসমাজসেবাতামিলনাড়ুভারত
১৯৭৬বশির হুসেইন জাইদিসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
১৯৭৬কলপথি রামকৃষ্ণ রামনাথনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকেরলভারত
১৯৭৬কালু লাল শ্রীমলিসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশভারত
১৯৭৬গিয়ানি গুরমুখ সিংহ মুসাফিরসাহিত্য ও শিক্ষাপাঞ্জাবভারত
১৯৭৬কেশব শঙ্কর পিল্লাইশিল্পকলাদিল্লিভারত
১৯৭৬সালিম মোইজুদ্দিন আলি আবদুলবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংউত্তরপ্রদেশভারত
১৯৭৬সত্যজিৎ রায়শিল্পকলাপশ্চিমবঙ্গভারত
১৯৭৭ওম প্রকাশ মেহরাজনকৃত্যকপাঞ্জাবভারত
১৯৭৭অজুধিয়া নাথ খোসলাজনকৃত্যকদিল্লিভারত
১৯৭৭অজয় কুমার মুখোপাধ্যায়জননীতিপশ্চিমবঙ্গভারত
১৯৭৭আলি যাবর জঙ্গজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৭৭চন্দ্রেশ্বর প্রসাদ নারায়ণ সিংহসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
১৯৭৭টি. বালাসরস্বতীশিল্পকলাতামিলনাড়ুভারত
১৯৮০রাই কৃষ্ণদাসজনকৃত্যকউত্তরপ্রদেশভারত
১৯৮০বিসমিল্লাহ খানশিল্পকলাউত্তরপ্রদেশভারত
১৯৮১সতীশ ধাওয়ানবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকর্ণাটকভারত
১৯৮১রবি শংকরশিল্পকলাউত্তরপ্রদেশভারত
১৯৮২মীরা বেনসমাজসেবাযুক্তরাজ্য
১৯৮৫সি. এন. আর. রাওবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকর্ণাটকভারত
১৯৮৫মম্বিল্লিকালাতিল কুমার মেননজনকৃত্যককেরলভারত
১৯৮৬অওতার সিংহ পেইনতালচিকিৎসাবিজ্ঞানদিল্লিভারত
১৯৮৬বিরজু মহারাজশিল্পকলাদিল্লিভারত
১৯৮৬বাবা আমটেসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৮৭বেঞ্জামিন পিয়ারি লালবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংপাঞ্জাবভারত
১৯৮৭মনমোহন সিংহজনকৃত্যকদিল্লিভারত
১৯৮৭অরুণ শ্রীধর বৈদ্যজনকৃত্যকমহারাষ্ট্রভারত
১৯৮৭কমলাদেবী চট্টোপাধ্যায়সমাজসেবাকর্ণাটকভারত
১৯৮৮কুভেম্পুসাহিত্য ও শিক্ষাকর্ণাটকভারত
১৯৮৮মির্জা হামিদুল্লাহ বেগআইনজননীতিদিল্লিভারত
১৯৮৮পাণ্ডুরঙ্গ শাস্ত্রী অথবলেসমাজসেবাধর্মমহারাষ্ট্রভারত
১৯৮৯এম. এস. স্বামীনাথনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংদিল্লিভারত
১৯৮৯উমাশঙ্কর দীক্ষিতজননীতিউত্তরপ্রদেশভারত
১৯৮৯আলি আকবর খানশিল্পকলাপশ্চিমবঙ্গভারত
১৯৯০আবুল পাকির জয়নুল-আবেদিন আবদুল কালামবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংতামিলনাড়ুভারত
১৯৯০সেম্মনগুড়ি শ্রীনিবাস আইয়ারশিল্পকলাতামিলনাড়ুভারত
১৯৯০বল্লম্পাদুগাই শ্রীনিবাস রাঘবন অরুণাচলমসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
১৯৯০ভবতোষ দত্তসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
১৯৯০কুমার গন্ধর্বশিল্পকলাকর্ণাটকভারত
১৯৯০ত্রিলোকীনাথ চতুর্বেদীজনকৃত্যককর্ণাটকভারত
১৯৯১ইন্দ্রপ্রসাদ গোর্ধনভাই পটেলবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংগুজরাটভারত
১৯৯১মঙ্গলমপল্লি বালমুরলী কৃষ্ণশিল্পকলাতামিলনাড়ুভারত
১৯৯১হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়জননীতিপশ্চিমবঙ্গভারত
১৯৯১এন. জি. রঙ্গজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৯১রাজারাম শাস্ত্রীসাহিত্য ও শিক্ষাউত্তরপ্রদেশভারত
১৯৯১গুলজারি লাল নন্দাজননীতিগুজরাটভারত
১৯৯১খুসরো ফারামুর্জ রুস্তমজিজনকৃত্যকমহারাষ্ট্রভারত
১৯৯১এম. এফ. হুসেইনশিল্পকলামহারাষ্ট্রভারত
১৯৯২মল্লিকার্জুন মনসুরশিল্পকলাকর্ণাটকভারত
১৯৯২ভি. শান্তারামশিল্পকলামহারাষ্ট্রভারত
১৯৯২শিবরামকৃষ্ণ আইয়ার পদ্মাবতীচিকিৎসাবিজ্ঞানদিল্লিভারত
১৯৯২লক্ষ্মণশাস্ত্রী যোশীসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্রভারত
১৯৯২অটল বিহারী বাজপেয়ীজননীতিদিল্লিভারত
১৯৯২গোবিন্দদাস শ্রফসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্রভারত
১৯৯২কালোজি নারায়ণ রাওশিল্পকলাঅন্ধ্রপ্রদেশভারত
১৯৯২রবি নারায়ণ রেড্ডিজননীতিঅন্ধ্রপ্রদেশভারত
১৯৯২সর্দার স্বরণ সিংহজননীতিপাঞ্জাবভারত
১৯৯২অরুণা আসফ আলিজননীতিদিল্লিভারত
১৯৯৮লক্ষ্মী সেহগলজননীতিউত্তরপ্রদেশভারত
১৯৯৮উষা মেহতাসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৯৮নানি আরদেশির পালখিবালাআইনজননীতিমহারাষ্ট্রভারত
১৯৯৮ওয়ালটার সিসুলুজননীতিদক্ষিণ আফ্রিকা
১৯৯৯রাজাগোপাল চিদম্বরমবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংতামিলনাড়ুভারত
১৯৯৯সর্বপল্লি গোপালসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ুভারত
১৯৯৯ভেরঘেসে কুরিয়ানবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংগুজরাটভারত
১৯৯৯হংসরাজ খান্নাজননীতিদিল্লিভারত
১৯৯৯ভি. আর. কৃষ্ণ আইয়ারআইনজননীতিকেরলভারত
১৯৯৯লতা মঙ্গেশকরশিল্পকলামহারাষ্ট্রভারত
১৯৯৯ভীমসেন যোশীশিল্পকলাকর্ণাটকভারত
১৯৯৯ব্রজ কুমার নেহরুজনকৃত্যকহিমাচল প্রদেশভারত
১৯৯৯ধর্মবীরজনকৃত্যকদিল্লিভারত
১৯৯৯লালন প্রসাদ সিংহজনকৃত্যকদিল্লিভারত
১৯৯৯নানাজি দেশমুখসমাজসেবাদিল্লিভারত
১৯৯৯পাণ্ডুরঙ্গ শাস্ত্রী অঠবলেসমাজসেবামহারাষ্ট্রভারত
১৯৯৯সতীশ গুজরালশিল্পকলাদিল্লিভারত
১৯৯৯ডি. কে. পট্টমলশিল্পকলাতামিলনাড়ুভারত
২০০০কৃশেন বিহারী লালজনকৃত্যকদিল্লিভারত
২০০০কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকর্ণাটকভারত
২০০০মনোহর সিংহ গিলজনকৃত্যকদিল্লিভারত
২০০০কেলুচরণ মহাপাত্রশিল্পকলাওড়িশাভারত
২০০০হরিপ্রসাদ চৌরাসিয়াশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০০পণ্ডিত যশরাজশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০০জগদীশ নটবরলাল ভগবতীসাহিত্য ও শিক্ষাগুজরাটভারত
২০০০কাক্কাদন নন্দনাথ রাজসাহিত্য ও শিক্ষাকেরলভারত
২০০০ভৈরব দত্ত পাণ্ডেজনকৃত্যকউত্তরাখণ্ডভারত
২০০০মৈদাবলু নরসিংহমশিল্প ও বাণিজ্যঅন্ধ্রপ্রদেশভারত
২০০০রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ুভারত
২০০০সিকন্দর বখতজননীতিদিল্লিভারত
২০০০তারলোক সিংহজনকৃত্যকদিল্লিভারত
২০০১কল্যামপুদি রাধাকৃষ্ণন রাওবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংমার্কিন যুক্তরাষ্ট্র
২০০১চক্রবর্তী বিজয়রাঘব নরসিংহনজনকৃত্যকতামিলনাড়ুভারত
২০০১শিবকুমার শর্মাশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০১মনমোহন শর্মাবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংমহারাষ্ট্রভারত
২০০১আমজাদ আলি খানশিল্পকলাদিল্লিভারত
২০০১বেঞ্জামিন আর্থার গিলম্যানজননীতিমার্কিন যুক্তরাষ্ট্র
২০০১হোসেই নরোটাজননীতিজাপান
২০০১ঋষিকেশ মুখোপাধ্যায়শিল্পকলামহারাষ্ট্রভারত
২০০১জন কেনেথ গলব্রেইথসাহিত্য ও শিক্ষামার্কিন যুক্তরাষ্ট্র
২০০১কোট্টা সচ্চিদানন্দ মূর্তিসাহিত্য ও শিক্ষাঅন্ধ্রপ্রদেশভারত
২০০১জুবিন মেহতাশিল্পকলাভারত
২০০২চক্রবর্তী রঙ্গরাজনসাহিত্য ও শিক্ষাঅন্ধ্রপ্রদেশভারত
২০০২গঙ্গুবাই হাঙ্গলশিল্পকলাকর্ণাটকভারত
২০০২কিশান মহারাজশিল্পকলাউত্তরপ্রদেশভারত
২০০২সোলি জাহাঙ্গির সোরাবজিLawদিল্লিভারত
২০০২কিশোরি আমোনকরশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০৩বলরাম নন্দাসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
২০০৩কাজি লহেন্দুপ দোরজি কাংসারপাজননীতিপশ্চিমবঙ্গভারত
২০০৩সোনাল মানসিংহশিল্পকলাদিল্লিভারত
২০০৩বৃহস্পতি দেব ত্রিগুণাচিকিৎসাবিজ্ঞানদিল্লিভারত
২০০৪মানেপল্লি নারায়ণ রাও ভেঙ্কটচালিয়াহআইনজননীতিকর্ণাটকভারত
২০০৪অমৃতা প্রীতমসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
২০০৪জয়ন্ত বিষ্ণু নারলিকরবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংমহারাষ্ট্রভারত
২০০৫বি. কে. গোয়েলচিকিৎসাবিজ্ঞানমহারাষ্ট্রভারত
২০০৫করণ সিংহজননীতিদিল্লিভারত
২০০৫মোহন ধারিয়াসমাজসেবামহারাষ্ট্রভারত
২০০৫রাম নারায়ণশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০৫মার্তণ্ড বর্মা শঙ্করন বলিয়াথনচিকিৎসাবিজ্ঞানকর্ণাটকভারত
২০০৫জ্যোতীন্দ্রনাথ দীক্ষিতজনকৃত্যকদিল্লিভারত
২০০৫মিলন কুমার বন্দ্যোপাধ্যায়আইনজননীতিদিল্লিভারত
২০০৫আর. কে. লক্ষ্মণArtsমহারাষ্ট্রভারত
২০০৬নরম্যান ই. বোলরগবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংটেক্সাসমার্কিন যুক্তরাষ্ট্র
২০০৬ভি. এন. খারেআইনজননীতিউত্তরপ্রদেশভারত
২০০৬মহাশ্বেতা দেবীসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
২০০৬নির্মলা দেশপাণ্ডেসমাজসেবাদিল্লিভারত
২০০৬ওবেইদ সিদ্দিকিবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকর্ণাটকভারত
২০০৬প্রকাশ নারায়ণ ট্যান্ডনচিকিৎসাবিজ্ঞানদিল্লিভারত
২০০৬আদুর গোপালকৃষ্ণনশিল্পকলাকেরলভারত
২০০৬সি. আর. কৃষ্ণস্বামী রাওজনকৃত্যকতামিলনাড়ুভারত
২০০৬চার্লস কোরেয়াবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংমহারাষ্ট্রভারত
২০০৭রাজা জেসুদাস চেলিহাজননীতিতামিলনাড়ুভারত
২০০৭ভেঙ্কটরামন কৃষ্ণমূর্তিজনকৃত্যকদিল্লিভারত
২০০৭বালু শঙ্করনচিকিৎসাবিদ্যাদিল্লিভারত
২০০৭ফালি সাম নারিমনআইনজননীতিদিল্লিভারত
২০০৭প্রফুল্লচন্দ্র নটবরলাল ভগবতীআইনজননীতিদিল্লিভারত
২০০৭খুশওয়ান্ত সিংহসাহিত্য ও শিক্ষাদিল্লিভারত
২০০৭রাজা রাওসাহিত্য ও শিক্ষামার্কিন যুক্তরাষ্ট্র (ভারতীয় বংশোদ্ভূত)
২০০৭এন. এন. বোহরাজনকৃত্যকহরিয়ানাভারত
২০০৭নরেশ চন্দ্রজনকৃত্যকদিল্লিভারত
২০০৭জর্জ সুদর্শনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকেরলমার্কিন যুক্তরাষ্ট্র
২০০৭বিশ্বনাথন আনন্দখেলাধূলাতামিলনাড়ুভারত
২০০৭রাজেন্দ্র কে. পচৌরিপরিবেশবিদ্যাভারত
২০০৮নারায়ণ মূর্তিতথ্য প্রযুক্তিকর্ণাটকভারত
২০০৮ই. শ্রীধরনদিল্লি মেট্রোকেরলভারত
২০০৮লক্ষ্মীনিবাস মিত্তালশিল্পভারত
২০০৮আদর্শ সেইন আনন্দজননীতিদিল্লিভারত
২০০৮পি. এন. ধরজনকৃত্যকভারত
২০০৮পি. আর. এস. ওবেরয়বাণিজ্যভারত
২০০৮আশা ভোঁসলেশিল্পকলামহারাষ্ট্রভারত
২০০৮এডমন্ড হিলারিপর্বতারোহনঅকল্যান্ডনিউজিল্যান্ড
২০০৮রতন টাটাশিল্পমহারাষ্ট্রভারত
২০০৮প্রণব মুখোপাধ্যায়জননীতিপশ্চিমবঙ্গভারত
২০০৮সচিন তেন্ডুলকরখেলাধূলামহারাষ্ট্রভারত
২০০৯চন্দ্রিকা প্রসাদ শ্রীবাস্তবজনকৃত্যকমহারাষ্ট্রভারত
২০০৯সুন্দরলাল বহুগুণাপরিবেশবিদউত্তরাখণ্ডভারত
২০০৯ডি. পি. চট্টোপাধ্যায়সাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গভারত
২০০৯জসবীর সিংহ বাজাজচিকিৎসাবিজ্ঞানপাঞ্জাবভারত
২০০৯পুরুষোত্তম লালচিকিৎসাবিজ্ঞানউত্তরপ্রদেশভারত
২০০৯গোবিন্দ নারায়ণজননীতিউত্তরপ্রদেশভারত
২০০৯অনিল কাকোদকরবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংমহারাষ্ট্রভারত
২০০৯জি. মাধবন নায়ারবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকেরলভারত
২০০৯সিস্টার নির্মলাসমাজকল্যাণপশ্চিমবঙ্গভারত
২০০৯এ. এস. গাঙ্গুলিশিল্প ও বাণিজ্যমহারাষ্ট্রভারত

পাদটীকা

  1. "Padma Vibhushan Awardees"Ministry of Communications and Information Technology। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.