আমজাদ আলি খান
আমজাদ আলি খান (উর্দু: امجد علی خان) (জন্ম: ৯ অক্টোবর, ১৯৪৫ - ) একজন স্বনামধন্য ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। আমজাদ আলি খানের জন্মও এক স্বনামধন্য সঙ্গীতজ্ঞ পরিবারে। ১৯৬০-এর দশক থেকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ২০০১ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করা হয়।
আমজাদ আলি খান | |
---|---|
![]() কোচিতে একটি সঙ্গীতানুষ্ঠানে আমজাদ আলি খান, ২০০৮ | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | মাসুম আলি খান |
জন্ম | গোয়ালিয়র, মধ্য প্রদেশ ও বেরার, ব্রিটিশ ভারত | ৯ অক্টোবর ১৯৪৫
ধরন | হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত |
বাদ্যযন্ত্রসমূহ | সরোদ |
সহযোগী শিল্পী | হাফিজ আলি খান, আমান আলি খান, আয়ান আলি খান |
ওয়েবসাইট | সরোদ ডট কম |
প্রথম জীবন ও কর্মজীবন
১৯৪৫ সালের ৯ অক্টোবর গোয়ালিয়রে আমজাদ আলি খানের জন্ম হয়। তার জন্মগত নাম ছিল মাসুম আলি খান। তিনি ছিলেন গোয়ালিয়র রাজসভার সভাগায়ক হাফিজ আলি খান ও রাহাৎ জাহানের ছয় সন্তানের কনিষ্ঠতম।[1][2] তার পরিবার বঙ্গাশ ঘরানার উত্তরপুরুষ যাঁরা নিজেদের সরোদের আবিষ্কর্তা বলে দাবি করেন।[2][3][4] এক সাধু তার নাম পরিবর্তন করে আমজাদ রাখেন।[1] পিতার নিকট আমজাদ সঙ্গীতে তালিম নেন।[1] তিনি অত্যন্ত অল্পবয়স থেকেই নানা স্থানে অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন।[1]
১৯৬৩ সালে আমজাদ আলি খান প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে সরোদ বাজান। ২০০০-এর দশক পর্যন্ত এদেশে একাধিক অনুষ্ঠানে তাকে সপুত্র সরোদ বাজাতে দেখা গেছে।[1][5] সারা জীবন ধরে তিনি তার বাদ্যযন্ত্রের উন্নতিতে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন।[3] আমজাদ আলি খান হংকং ফিলহার্মোনিক অর্কেস্ট্রায় সরোদ বাজিয়েছেন এবং নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন।[2]
স্বীকৃতি ও সম্মাননা
১৯৮৯ সালে আমজাদ আলি খান সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার লাভ করেন। ভারত সরকার তাকে ১৯৭৫ সালে পদ্মশ্রী, ১৯৯১ সালে পদ্মভূষণ ও ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে।[6][7] ২০০৪ সালে তিনি লাভ করেন ফুকুওকা এশীয় সংস্কৃতি পুরস্কার।[8] ১৯৮৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেট্স ২০ এপ্রিল তারিখটিকে আমজাদ আলি খান দিবস ঘোষণা করেছিল।[9] ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের হস্টন, টেক্সাস, ন্যাশভিলে, টেনেসি তাকে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে। ২০০৭ সালে টুলসা, ওকলাহামাও তাকে সাম্মানিক নাগরিকত্ব দেয়।[9]
ব্যক্তিগত জীবন
আমজাদ আলি খান ১৯৭২ সালে ডায়াবেটিস আক্রান্ত পিতার মৃত্যুর আগে পর্যন্ত তার সেবা করেছেন।[1] এই সময় তার পরিবার তার বিবাহ দিলেও তা ব্যর্থ হয়। পরে ১৯৭৬ সালের ২৫ সেপ্টেম্বর আমজাদ দ্বিতীয়বার বিবাহ করেন ভরতনট্যম শিল্পী শুভলক্ষ্মী বড়ুয়াকে।[1] শুভলক্ষ্মী ছিলেন অসমের বাসিন্দা। বিবাহের পর তিনি নাচ ছেড়ে দেন।[10] তাদের দুই পুত্রের জন্ম হয় – জ্যেষ্ঠ পুত আমান ও কনিষ্ঠ পুত্র আয়ান। দুজনেই পিতার নিকট সঙ্গীতে তালিম নেন।[1] আমজাদ আলি খান মুসলমান হলেও তার স্ত্রী হিন্দু।[2] গোয়ালিয়ারে তার পৈতৃক ভবনটি এখন একটিসঙ্গীত চর্চা কেন্দ্র। বর্তমানে তিনি সপরিবারে নতুন দিল্লিতে বাস করেন।[11][12]
তথ্যসূত্র
- Sawhney, Anubha (২৩ নভেম্বর ২০০৩)। "Amjad Ali Khan, unplugged"। Times News Network। The Times of India। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Bhatia, Shyam (১ অক্টোবর ২০০২)। "The sound of sarod music"। Rediff.com। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Weisman, Steven R. (৭ জুন ১৯৮৮)। "Traditionalist Reshapes India's Ancient Sarod"। The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Rockwell, John (২৪ ফেব্রুয়ারি ১৯৯১)। "Review/Music; Another Indian Master, This Time of the Sarod"। The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Ratliff, Ben (৩০ অক্টোবর ২০০৬)। "From India, a Sarod Dynasty Represented by Father and Sons"। The New York Times। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- "SNA: List of Akademi Awardees – Instrumental – Sarod"। Sangeet Natak Akademi। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- "Padma Awards"। Ministry of Communications and Information Technology। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- "Amjad Ali Khan – The 15th Fukuoka Asian Culture Prizes 2004"। Asian Month। ২০০৯। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- "Amjad Ali Khan honoured in the US"। Press Trust of India। The Times of India। ১১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- "Zakir Hussain and Bangash brothers' ode to heritage"। The Tribune। ১৩ ডিসেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Ramnarayan, Gowri (৮ জানুয়ারি ২০০৬)। "Commitment to tradition"। The Hindu। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
- Steinberg, David (১১ এপ্রিল ২০০৪)। "Sarod player preaches music"। Albuquerque Journal। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আমজাদ আলি খান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- "Sarod.com"। Official website।
- অলমিউজিকে Amjad Ali Khan