জননীতি

সাধারণত জননীতি বলতে জনকল্যাণ ও জনগণের সেবা নিশ্চিত করতে এমন কতিপয় নিয়ম নীতি বুঝায় যা সরকার কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ জননীতি হচ্ছে সরকার কর্তৃক প্রণীত এমন কিছু সিদ্ধান্ত যা জনগণের বৃহৎ কল্যাণের জন্য প্রণয়ন করা হয় এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা পালন করে থাকে।[1] জননীতি হচ্ছে সেটাই যা সরকার করতে চায় বা চায় না।[2] সমস্ত সমাজের মাঝে মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দই হলো জননীতি।[3]

তথ্যসূত্র

  1. মিয়া, মোঃ জামান (২০১৭)। জননীতি পরিচিতি। দুরন্ত।
  2. Dye, Thomas R. (১৯৭৮)। Understanding Public Policy
  3. Easton, David (১৯৫৩)। The Political System। Continuum।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.