রমনা গণহত্যা
রমনা হত্যাকান্ড বা রমনা গণহত্যা ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে পাকিস্তানি দখলদার সেনাবাহিনী কর্তৃক রমনা কালী মন্দিরের চারপাশে বসবাসরত হিন্দুদের হত্যা করা হয়।[1][2] এটা অনুমান করা হয় যে গণহত্যার ২৫০ জন হিন্দুকে হত্যা করা হয়েছিল।
রমনা হত্যাকান্ড | |
---|---|
মৃত্যু বরনকারী ও অত্যাচারীতদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ, ২০১৫ | |
![]() ![]() | |
স্থান | রামনা, ঢাকা, বাংলাদেশ |
তারিখ | ২৭ মার্চ ১৯৭১ (ইউটিসি +৬:০০) |
লক্ষ্য | বাঙালি হিন্দু |
হামলার ধরন | হত্যাকান্ড, গণহত্যা |
ব্যবহৃত অস্ত্র | মেশিনগান, পেট্রোল, বারুদের গুড়ো |
নিহত | ২৫০ |
হামলাকারী দল | পাকিস্তান সেনাবাহিনী |
পটভূমি
রমনা কালী মন্দিরের চারপাশের গ্রামটি ছিল ঢাকা রেস কোর্সের কেন্দ্রস্থলে একটি প্রাচীন হিন্দু পল্লী। এই গ্রামে প্রায় ২০০০ হিন্দু পুরুষ, নারী ও শিশু বাস করত।[3][3] এমনকি ঢাকায় হিন্দু-মুসলিম দাঙ্গার সবচেয়ে মারাত্মক হামলার মধ্যেও গ্রামটি অসহায় হয়ে পড়েছে।
ঘটনাবলী
ইউএসএআইডি-এর ড. জন ই. রোহডি, যিনি ২৯ মার্চ স্থানটি পরিদর্শন করেন, সেখানে পুরুষ, নারী ও শিশুদের মর্মান্তিক মৃতদেহ দেখানো হয়েছে যারা মেশিনগানের দ্বারা নিহত হয়েছে এবং তারপর আগুন লাগিয়েছে।[2] পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোল ও বারুদ গুঁড়ো দিয়ে মন্দিরটিতে ছিটিয়ে দেয় এবং প্রায় ৫০ টি গরুসহ আগুন লাগিয়ে দেয়। রমনা কালী মন্দিরের পুরোহিতসহ ১০১ জন হিন্দু নিহত হন। [4][4]
স্মৃতি সৌধ
অস্থায়ী মন্দিরের সামনে একটি স্মৃতিস্তম্ভ গণহত্যার ঘটনায় ৬৯ জন ব্যক্তিকে চিহ্নিত করে।[5] ২৭ শে মার্চ, ২০১১ তারিখে, রমনা গণহত্যার শিকারদের সম্মানে রমনা কালী মন্দিরের মিলনায়তনে একটি স্মারক সেবা অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র
- Thakur, Rajen (২১ সেপ্টেম্বর ২০০৯)। "Bangladesh: The Demolition Of Ramana Kali Temple In March 1971"। Asian Tribune (ইংরেজি ভাষায়)। World Institute for Asian Studies। 11 (289)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৫, ২০১২।
- Trivedi, Rabindranath (২৮ মে ২০০৭)। "April 1971: 'Recalling Massacres of Those Days in Faridpur'"। Asian Tribune (ইংরেজি ভাষায়)। World Institute for Asian Studies। 11 (288)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৪, ২০১২।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র। ১৩। ঢাকা: হাক্কানী পাবলিশার্স। নভেম্বর ১৯৮২। পৃষ্ঠা 292। আইএসবিএন 9844330912। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩।
- "মুক্তিযুদ্ধে হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে: তারানা হালিম"। Bangladesh News 24x7.com। সংগ্রহের তারিখ মে ১২, ২০১২।
- "রমনা কালী মন্দিরের নিরাপত্তা দেওয়ার আবেদন"। Dhaka: banglanews24.com। ৫ মার্চ ২০১৩। ১৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।