বাড়িয়া গণহত্যা

১৯৭১ সালের ১৪ ই মে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান গাজীপুর সদর উপজেলার বড়িয়া গ্রামে নিরস্ত্র বাঙালি হিন্দুদের উপর পরিচালিত নির্মম গণহত্যা বাড়িয়া গণহত্যা নামে প্রচলিত আছে । [1][2][3] এই গণহত্যায় বাড়িয়া এবং নিকটবর্তী কামারিয়া থেকে প্রায় ২০০ বাঙালি হিন্দু নিহত হয়েছিল, এবং আরও কয়েক শতাধিক আহত হয়েছিল।

বাড়িয়া গণহত্যা
স্থানবাড়িয়া, ঢাকা বিভাগ, বাংলাদেশ
তারিখ১৪ মে ১৯৭১ (UTC+6:00)
লক্ষ্যবাঙ্গালী হিন্দু
হামলার ধরনগণহত্যা
ব্যবহৃত অস্ত্ররাইফেল
নিহত২০০
আহত১০০
হামলাকারী দলপাকিস্তান সেনাবাহিনী

পটভূমি

বাড়িয়া গ্রামটি ঢাকা জেলার জয়দেবপুর মহকুমার অন্তর্গত। বর্তমানে এটি ঢাকা বিভাগের গাজীপুর জেলার অধীনে আসে। এটি গাজীপুরের ভাওয়াল এস্টেটের প্রাসাদ থেকে ৮ কিমি দূরত্বে অবস্থিত  । ১৯৭১ সালে, বাড়িয়া প্রায় একচেটিয়াভাবে হিন্দু জনবসতিপূর্ণ গ্রাম ছিল। [1] পাকিস্তান সেনাবাহিনী ২৫ শে মে অপারেশন সার্চলাইট চালু করে। তারা ভাওয়াল এস্টেটে সেনানিবাস স্থাপন করেছিল।

হত্যাকাণ্ড

১৪ মে ১ টার দিকে   বিকেলে স্থানীয় সহযোগীরা আউয়াল, হাকিম উদ্দিন এবং মজিদ মিয়া সেনাবাহিনী সেনাবাহিনী থেকে ভাওয়াল এস্টেটে বাড়িয়া পর্যন্ত প্রায় ৫০০ পাকিস্তানি সেনার একটি দলকে নেতৃত্ব দেয়। [1] গ্রামে প্রবেশের পরে সেনারা চারদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীদের উপর গুলি চালায়। অনেকে ঘটনাস্থলেই মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন। অপরাধীরা বাড়িঘর লুট করে নিয়ে যায় এবং বেশিরভাগকে আগুন ধরিয়ে দেয়। গ্রামের কয়েকজন বেলাইয়ের বিল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিল। সেনারা তাদের উপর গুলি চালিয়েছিল। পালিয়ে আসা গ্রামবাসীদের জিনিসপত্র পাকিস্তান সেনাবাহিনী এবং সহযোগীরা লুট করে নিয়ে যায়। সেনাবাহিনী বেলাই বিলে একটি জল পাম্পকে তোপ হিসাবে ভুল করে গুলি করেছিল।

এই মহাপ্রলয় থাকে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বেলা সাড়ে সাতটার দিকে   সেখানে ভারী বর্ষণ ছিল। নির্বিচারে গোলাগুলির ঘটনায় বাড়িয়ায় ও কামারিয়ার প্রায় ২০০ গ্রামবাসী মারা গেছেন, যার মধ্যে নারী ও শিশুরাও মারা গেছেন। [1] বন্দুকযুদ্ধে কয়েকশ মানুষ আহত হয়।

ভবিষ্যৎ ফল

বাড়িয়ায় সেনাবাহিনীর হাতে নিধনের খবর যখন আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে, হিন্দুরা গ্রামগুলি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় পালিয়ে যায়। [1]

তথ্যসূত্র

  1. Rahman, Md. Mujibur (১৪ মে ২০১৪)। "বাড়িয়া গণহত্যা দিবস ॥ একটি স্মৃতিস্তম্ভ চাই"Dainik Janakantha (Bengali ভাষায়)। Dhaka। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪
  2. "গাজীপুরের বাড়িয়া গণহত্যা দিবস আজ"Jugantor (Bengali ভাষায়)। Dhaka। ১৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪
  3. "বাড়িয়া গণহত্যা দিবস আজ"Dainik Ittefaq (Bengali ভাষায়)। Dhaka। ১৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.