বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীরত্বসূচক পদক
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য মুক্তিযোদ্ধাগণকে বিভিন্ন ধরনের পদক প্রদান করা হয়েছে। এই পদক সমূহ কয়েক স্তরে বিভক্ত। যেমন- বীরত্বসূচক পদক, প্রধান সেনাপতির প্রশংসাপত্র, মুক্তিযুদ্ধের স্মারক পদক এবং আহতসূচক ফিতা।
বীরত্বসূচক পদক
পদক | ![]() |
![]() |
![]() |
![]() |
পদকের নাম | বীর শ্রেষ্ঠ | বীর উত্তম | বীর বিক্রম | বীর প্রতীক |
প্রধান সেনাপতির প্রশংসাপত্র
মুক্তিযুদ্ধে মোট ২৬৯ জনকে প্রধান সেনাপতির প্রশংসাপত্র প্রদান করা হয়। এই তালিকা ২৫শে মার্চ ১৯৭৩ সালে পত্রিকায় প্রচার করা হয়। প্রশংসাপত্র পাবার যোগ্যতা সম্বন্ধে তেমন কিছু জানা যায় না।
মুক্তিযুদ্ধের স্মারক পদক
পদক | ![]() |
![]() |
![]() | ||
পদকের নাম | রণ তারকা | সমর পদক | মুক্তি তারকা | জয় পদক | সংবিধান পদক |
আহতসূচক ফিতা
এই পদক কতজন পেয়েছেন তার কোন পরিসংখ্যান নাই।
পদক | ![]() |
![]() |
পদকের নাম | সোনালি উন্ড স্ট্রিপস | লাল উন্ড স্ট্রিপস |
আরও দেখুন
সূত্র
- স্বাধীনতাযুদ্ধের বীরত্বসূচক খেতাব, মুহাম্মদ লুৎফুল হক, ISBN 984-700-400000-8
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.