ভারতীয় সংসদ

সংসদ ((Bharatiya Sansad)) ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায়বিভাগ। ভারতের রাষ্ট্রপতি, লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত। নবদিল্লির সংসদ মার্গের সংসদ ভবনে এটি অবস্থিত। সংস্কৃত সংসদ (অর্থাৎ, সভা বা পরিষদ) থেকে এই নামটি গৃহীত হয়েছে। কোনও প্রস্তাব আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা উত্তীর্ণ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হয়। ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয়। |

ভারতীয় সংসদ
ধরন
ধরন
দ্বিকক্ষীয়
হাউসরাজ্যসভা
লোকসভা
নেতৃত্ব
রাজ্যসভার চেয়ারম্যানভেঙ্কাইয়া নাইডু, ভারতীয় জনতা পার্টি
2017 থেকে
লোকসভারওম বিড়লা, (ভারতীয় জনতা পার্টি)
১৯ জুন ২০১৯ থেকে
শাসক দলের নেতা (লোকসভা)নরেন্দ্র মোদী, (ভারতীয় জনতা পার্টি)
২৬শে মে, ২০১৪ থেকে
আসন৮০২ (২৫০ রাজ্যসভা +
৫৫২ লোকসভা)
সভাস্থল
সংসদ ভবন
ওয়েবসাইট
সংসদের সরকারি ওয়েবসাইট

চিত্রকক্ষ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.