ষোড়শ লোকসভা

ভারতের ষোড়শ লোকসভা ২০১৪ অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে নির্বাচিত ৫৪৩ জন সদস্য সমবায়ে গঠিত হয়। ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ৯টি পর্যায়ে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক এই নির্বাচন অনুষ্ঠিত হয়।[1] ২০১৪ সালের ১৬ মে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ভারতীয় জনতা পার্টি (জাতীয় গণতান্ত্রিক জোটের অন্তর্গত) ৫৪৩টি আসনের মধ্যে ২৮২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০১৪ সালের ২৬ মে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠন করেছেন।

এই নিবন্ধটি
ভারতের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

ভারত প্রবেশদ্বার

এই লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস (সংযুক্ত প্রগতিশীল জোটের অন্তর্গত) ৪৪টি আসন পেয়েছে। তামিলনাড়ুর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম ৩৭টি আসন পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

প্রশাসকগণ

সদস্য

দলনাম সংক্ষেপআসনসংখ্যালোকসভার নেতা
ভারতীয় জনতা পার্টিবিজেপি২৭৩নরেন্দ্র মোদী
ভারতীয় জাতীয় কংগ্রেসআইএনসি৪৯মল্লিকার্জুন খার্গে[2]
সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমএআইএডিএমকে৩৭এম. থামি দুরাই [3]
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসএআইটিসি৩৪সুদীপ বন্দ্যোপাধ্যায়[4]
বিজু জনতা দলবিজেডি২০ভারতরুহারী মাহতাব
শিবসেনাএসএইচএস১৮অনন্ত গীতে
তেলুগু দেশম পার্টিটিডিপি১৬থোতা নরসিমহাম
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিটিআরএস১১এ পি জিতেন্দ্র রেড্ডি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)সিপিআইএম9ঘোষিত হয়নি
ওয়াইএসআর কংগ্রেস পার্টিওয়াইএসআরসিপি8ঘোষিত হয়নি
ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টিএনসিপি6ঘোষিত হয়নি
লোকজনশক্তি পার্টিএলজেপি6রামবিলাস পাশওয়ান
সমাজবাদী পার্টিসপা5মুলায়ম সিং যাদব
আম আদমি পার্টিআপ4ঘোষিত হয়নি
রাষ্ট্রীয় জনতা দলআরজেডি4ঘোষিত হয়নি
শিরোমণি অকালি দলএসএডি4ঘোষিত হয়নি
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চাএআইইউডিএফ3বদরুদ্দিন আজমল
রাষ্ট্রীয় লোকসমতা পার্টিআরএলএসপি3উপেন্দ্র কুশওয়াহা
সংযুক্ত জনতা দলজেডিইউ2কৌশলেন্দ্র কুমার
জনতা দল (সেকুলার)জেডিএস)2দেবেগৌড়া
ভারতীয় জাতীয় লোকদলআইএনএলডি2ঘোষিত হয়নি
ঝাড়খণ্ড মুক্তি মোর্চাজেএমএম2শিবু সোরেন
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগআইইউএমএল2ঘোষিত হয়নি
আপনা দলআদ2অনুপ্রিয়া প্যাটেল
ভারতের কমিউনিস্ট পার্টিসিপিআই1ঘোষিত হয়নি
পাট্টালি মাক্কাল কাচ্চিপিএমকে1অনবুমানি রামাদোস
রিভোলিউশনারি সোশালিস্ট পার্টিআরএসপি1ঘোষিত হয়নি
স্বভূমি পক্ষএসডবলুপি1রাজু শেট্টি
নাগা পিপলস ফ্রন্টএনপিএফ1নেইফু রিও
All India N.R. CongressAINRC1R. Radhakrishnan
IndependentIND3TBA
Others-3TBA

সদস্যদের ফৌজদারি ও আর্থিক বিবরণ

অ্যাসোসিয়েশন ফত ডেমোক্রেটিক রিফর্মসন্যাশানাল ইলেকশন ওয়াচ নামে দুটি বেসরকারি সংস্থা ভারতের নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের দেওয়া হলফনামাগুলি পর্যালোচনা করে নিম্নলিখিত রিপোর্ট ও অন্যান্য বিস্তারিত তথ্যগুলি তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে।[5]

ফৌজদারি অপরাধ

কেস-অনুসারে ষোড়শ লোকসভার ৫৪২ জন সদস্যের বিবরণ [5]

  গুরুতর ফৌজদারি মামলা রয়েছে (২০.৬৬%)
  গুরুতর নয় এমন ফৌজদারি মামলা রয়েছে (১৩.৪৭%)
  কোনো মামলা নেই (৬৫.৮৭%)

জয়ী সাংসদের প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে অন্তত একটি ফৌজদারি মামলা আছে। কিছু কিছু ক্ষেত্রে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা রুজু হয়েছে।[6]

ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রার্থীর জয়ের সম্ভাবনা যেখানে ১৩% ছিল, সেখানে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর জয়ের সম্ভাবনা ছিল ৫%। (এখানে, জয়ের সম্ভাবনা = এই ধরনের জয়ীদের সংখ্যা/ এই ধরনের মোট প্রার্থীর সংখ্যা।)[7]

রাজনৈতিক দলমোট সাংসদফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদ[5]ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদদের শতকরা হারগুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদ*[5]গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদদের শতকরা হার*
ভারতীয় জনতা পার্টি২৮১৯৭৩৫%৬১২২%
ভারতীয় জাতীয় কংগ্রেস৪৪১৮%৭%
এআইএডিএমকে৩৭১৬%৮%
শিবসেনা১৮১৫৮৩%৪৪%
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৩৪২১%১২%
অন্যান্য১২৮৫২৪১%৩৩২৬%
মোট৫৪২১৮৫৩৪%১১২২১%

পাদটীকা

  1. "General Elections – 2014 : Schedule of Elections" (PDF)। ৫ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৪
  2. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sonia-gandhi-to-head-congress-parliamentary-party/articleshow/35529877.cms
  3. Mariappan, Julie (১৯ মে ২০১৪)। "Thambidurai appointed AIADMK's parliamentary party leader"Times of India। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪
  4. "Sudip Bandopadhyay to be TMC party leader in Lok Sabha"। Kolkata: Zee News। ১৮ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪
  6. http://www.ndtv.com/article/india/a-third-of-mps-have-criminal-cases-shiv-sena-tops-list-report-398609
  7. http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Every-third-newly-elected-MP-has-criminal-background/articleshow/35306963.cms

আরও দেখুন

  • ২০১৪ ভারতীয় সাধারণ নির্বাচনের ফলাফল

টেমপ্লেট:Indian general election, 2014

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.