সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম

অখিল ভারত আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (তামিল: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், প্রতিবর্ণী. অন়ৈত্তু ইন্দিয় অণ্ণা দিরাভ়িড মুন়্ন়েড়্ড়া কল্ড়কম্) সংক্ষেপে এআইএডিএমকে ভারতের একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৭২ সালে এমজিআর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির নেতা হলেন. M Palaniswami।

সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম
নেতাজয়ললিতা জয়রাম
প্রতিষ্ঠাএমজিআর, ১৭ অক্টোবর ১৯৭২
সদর দপ্তর
  1. ২২৬, আভাই সানমুগাম সালাই, রোয়াপেথাহ, চেন্নাই – ৬০০০১৪
সংবাদপত্রDr.Namathu MGR
মতাদর্শসামাজিক গণতন্ত্র
পপুলিস্ট
রাজনৈতিক অবস্থানমধ্যস্থতাবাদী
জোটজাতীয় গণতান্ত্রিক জোট (১৯৯৮ & ২০০৪–০৬)
তৃতীয় ফ্রন্ট (২০০৮–বর্তমান)
লোকসভায় আসন
৩৭ / ৫৪৫
রাজ্যসভায় আসন
৫ / ২৪৫
-এ আসন
১৫৮ / ২৩৪
দলীয় পতাকা
ওয়েবসাইট
aiadmk.com

২০০৪

২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৮ ৫৪৭ ০১৪ ভোট পেয়েছিল (২.২%)। কিন্তু দলটি সংসদে কোন আসনে জয় লাভ করতে সক্ষম হয় নাই।

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪

২০১৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি দারুন সাফল্য পায়। ২৮টি বেশি আসন জয় করে বিজেপি ও কংগ্রেস এর পর তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে। প্রায় ১ কোটি ৮০ লক্ষ ভোট পায়। এর সবকটি তামিলনাড়ু রাজ্যের। সেখানে ধর্মপুরী ও কন্যাকুমারী ছাড়া বাকি সবকটি আসনে জয় পায়।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.