যুদ্ধাপরাধের সত্যতা অনুসন্ধান কমিটি

যুদ্ধাপরাধের সত্যতা অনুসন্ধান কমিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করার জন্য প্রতিস্ঠিত হয়েছিল।[1] এটি সুশীল সমাজের একটি সংগঠনI সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত করে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ সরকারকের কাছে প্রবল দাবী জানায়।[2][3]

তথ্যসূত্র

  1. Rahman, Syedur; Craig Baxter (২০১০)। Historical dictionary of Bangladesh (4th সংস্করণ)। Rowman & Littlefield। পৃষ্ঠা 289। আইএসবিএন 978-0-8108-6766-6।
  2. "Bangladesh war crimes stir tension" (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৬-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩১
  3. Hussain, Delwar (২০০৯-১০-০৭)। "Prosecute Bangladesh's war criminals | Delwar Hussain"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.