রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশটি অবস্থিত। এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন, এবং ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন হয়ে ঢাকার সাথে সংযুক্ত। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেলস্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের অন্যতম আধুনিক, বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দফতরটি এই স্টেশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।

রাজশাহী রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ের জংশন স্টেশন
রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মুখপ্রান্ত
অবস্থানরাজশাহী
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪.৩৭৪৭১৯° উত্তর ৮৮.৬০৪৭৮০° পূর্ব / 24.374719; 88.604780
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন (সমূহ)ঈশ্বরদী-চাঁপাইনবাবগঞ্জ লাইন
প্ল্যাটফর্মদ্বৈত দ্বীপ প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণমানক
পার্কিংউপলব্ধ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডRAJ
ইতিহাস
চালু১৯৩০
পুনর্নির্মিত২০০৩
আগের নামইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
অবস্থান

ইতিহাস

১৮৭৮ সালে, কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশন (বর্তমানে শিয়ালদহ) থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত ১৮৫ কিমির পথযাত্রা, তারপর ফেরিতে করে নদীর পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হত। উত্তরবঙ্গ রেলপথের ৩৩৬ কিলোমিটার মিটার গেজ লাইনটি পদ্মার উত্তর তীরের সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল।[1]

১৯৩০-এর দশকে রাজশাহী রেলস্টেশন

কলকাতা-শিলিগুড়ির মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত হয়। হার্ডিঞ্জ ব্রিজটি ১৯১৫ সালে খোলা হয়, অন্যদিকে সারা-সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা দ্বারা নির্মিত হয়। তারপরে ১৯৩০ সালে, আবদুলপুর-আমনুরা ব্রডগেজ লাইনটি সারা-সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসাবে খোলা হয়। তখন আবদুলপুর-আমনুরা শাখা লাইনের স্টেশন হিসাবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু হয়।[2][3] ২০০৩ সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ডটি পুনর্গঠন এবং পুনঃনির্মাণ করা হয়।

অবকাঠামো

রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে অনেকটা পাখির মতো। স্টেশনের প্রধান প্রবেশ পথের আগেই সামনে রয়েছে গাড়িসহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের সুবিশাল জায়গা। প্রধান প্লাটফর্মের ডান পাশে আছে বিশ্রামাগার এবং টিকেট কাউন্টার। বাম পাশে আছে পুরুষ যাত্রীদের জন্য আরেকটি বিশ্রামাগার, রেলওয়ে ইনকোয়ারি, খাবার হোটেল, বইয়ের দোকান এবং ২ টি ফাস্টফুডের দোকান। প্লাটফর্ম এর ভিন্নতা এনে দিয়েছে এর বিশেষায়ীত ছাদ। চিরাচরিত কনক্রিটের ছাদের পরিবর্তে একটু ভিন্নধর্মী প্লাস্টিক দিয়ে ত্রিভুজ আকৃতির কয়েকটি অংশ দিয়ে ছাদ করা হয়েছে।

মোট ৫ টি প্লাটফর্ম সহ প্রধান ভবনটি ৩ তলা বিশিষ্ট। বামপাশের দোতলাতে আছে মসজিদ আর দোতলা ও তিনতলাতে আছে একটি আবাসিক হোটেল। রেলওয়ে স্টেশন এর দুই পাশে দুইটি প্রবেশ পথ দিয়ে প্লাটফর্ম এ পবেশ করা যায়।

স্টেশন ইয়ার্ডে ট্রেন ওয়াশ পিট ও ক্যরেজ শপ অবস্থিত। ওয়াশ পিটটি সম্পুর্ন স্বয়ংক্রিয়।

সুবিধাসমূহ

রাজশাহী রেলওয়ে স্টেশন এর প্লাটফর্ম

প্রতিদিন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায় এবং বেশ কয়েকটি ট্রেন এই স্টেশনে আসে। আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে প্রতিদিন পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস নামক চারটি ট্রেন ঢাকার পথে যাতায়াত করে। যার মধ্যে বনলতা এক্সপ্রেস একটি বিরতিহীন ট্রেন যা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করে। বরেন্দ্র এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনদুটি উত্তরবঙ্গের রংপুর বিভাগে যাতায়াত করে। কপোতাক্ষ এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস - এই চারটি ট্রেন দক্ষিণবঙ্গের খুলনা, গোপালগঞ্জ ও রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাতায়াত করে। এছাড়াও বেশ কয়েকটি মেইল ট্রেন নিয়মিত চলাচল করে থাকে। এগুলোর মধ্যে রাজশাহী এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, উত্তরা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার ট্রেনগুলো অন্যতম। খুব শীঘ্রই রাজশাহী থেকে কোলকাতা পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রেন চালু হতে যাচ্ছে।

ট্রেনের সময়সূচী

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের সময়সূচী-[4]

রেলের নম্বরট্রেন এর নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
৭১৬কপোতাক্ষ এক্সপ্রেসশনিবাররাজশাহী২:১৫:০০ অপরাহ্নখুলনা৮:৫০:০০ অপরাহ্ন
৭৩১বরেন্দ্র এক্সপ্রেসরবিবাররাজশাহী৩:০০:০০ অপরাহ্ননীলফামারী৯:০০:০০ অপরাহ্ন
৭৩৩তিতুমীর এক্সপ্রেসবুধবাররাজশাহী৬:৩০:০০ পূর্বাহ্ণচিলাহাটি১:৪০:০০ অপরাহ্ন
৭৫৪সিল্কসিটি এক্সপ্রেসরবিবাররাজশাহী৭:৩০:০০ পূর্বাহ্ণঢাকা২:০০:০০ অপরাহ্ন
৭৫৬মধুমতি এক্সপ্রেসবৃহঃস্পতিবাররাজশাহী৮:০০:০০ পূর্বাহ্ণগোয়ালন্দ ঘাট০১:৩০:০০ অপরাহ্ন
৭৬০পদ্মা এক্সপ্রেসমঙ্গলবাররাজশাহী৪:০০:০০ অপরাহ্নঢাকা৯:৫০:০০ অপরাহ্ন
৭৬২সাগরদাঁড়ি এক্সপ্রেসসোমবাররাজশাহী৬:৪০:০০ পূর্বাহ্ণখুলনা১২:৪৫:০০ অপরাহ্ন
৭৭০ধুমকেতু এক্সপ্রেসশুক্রবাররাজশাহী১১:২০:০০ অপরাহ্নঢাকা৪:৫৫:০০ পূর্বাহ্ণ
৭৮০পাবনা এক্সপ্রেসসোমবাররাজশাহী৫:১৫:০০ অপরাহ্নপাবনা৭:৫০:০০ অপরাহ্ন
৭৬২টুঙ্গীপাড়া এক্সপ্রেসসোমবাররাজশাহী৩:৩০:০০ অপরাহ্নগোবরা১০:১০:০০ অপরাহ্ন
৭৯১বনলতা এক্সপ্রেসশুক্রবাররাজশাহী০৬:০০:০০ অপরাহ্নচাঁপাইনবাবগঞ্জ৭:১০:০০ অপরাহ্ন
৭৯২বনলতা এক্সপ্রেসশুক্রবাররাজশাহী০৭:০০:০০ পূর্বাহ্ণঢাকা১১:৪০:০০ পূর্বাহ্ণ

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেইল/এক্সপ্রেস ও কমিউটার ট্রেনের সময়সূচী-[4]

রেলের নম্বররেলের নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
রাজশাহী এক্সপ্রেসনাইরাজশাহী৭:৪০:০০ অপরাহ্নচাঁপাইনবাবগঞ্জ৯:৪৫:০০ অপরাহ্ন
রাজশাহী এক্সপ্রেসনাইরাজশাহী১০:৩০:০০ পূর্বাহ্ণসিরাজগঞ্জ বাজার৫:২০:০০ অপরাহ্ন
১৫মহানন্দা এক্সপ্রেসনাইরাজশাহী৮:৪০:০০ অপরাহ্নচাঁপাইনবাবগঞ্জ১০:৪৫:০০ অপরাহ্ন
১৬মহানন্দা এক্সপ্রেসনাইরাজশাহী৮:২০:০০ পূর্বাহ্ণখুলনা৫:৩০:০০ অপরাহ্ন
৩১উত্তরা এক্সপ্রেসনাইরাজশাহী১২:০০:০০ অপরাহ্নপার্বতিপুর৮:১৫:০০ অপরাহ্ন
৫৭রাজশাহী কমিউটারনাইরাজশাহী৯:৩০:০০ পূর্বাহ্ণচাঁপাইনবাবগঞ্জ১১:২০:০০ পূর্বাহ্ণ
৫৮রাজশাহী কমিউটারনাইরাজশাহী৫:৩০:০০ অপরাহ্নঈশ্বরদী৭:০০:০০ অপরাহ্ন
৭৭রাজশাহী কমিউটারমঙ্গলবাররাজশাহী৩:০০:০০ অপরাহ্নরহনপুর৫:০০:০০ অপরাহ্ন
৭৮রাজশাহী কমিউটারমঙ্গলবাররাজশাহী৭:৩৫:০০ অপরাহ্নঈশ্বরদী৯:১৫:০০ অপরাহ্ন

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মিশ্র/পিএনভি ও লোকাল ট্রেনের সময়সূচী-[4]

রেলের নম্বররেলের নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
৫৬৩মিশ্রনাইরাজশাহী০১:১০:০০ পূর্বাহ্ণরহনপুর৪:২০:০০ পূর্বাহ্ণ
৫৬৪মিশ্রনাইরাজশাহী০০:২৫:০০ পূর্বাহ্ণঈশ্বরদী৩:১৫:০০ পূর্বাহ্ণ
৫৬৫লোকালনাইরাজশাহী০১:০০:০০ অপরাহ্নচাঁপাইনবাবগঞ্জ৩:১০:০০ অপরাহ্ন

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "India: the complex history of the junctions at Siliguri and New Jalpaiguri"আইআরএফসিএ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২
  2. "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০১১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১১
  3. "Railways in colonial Bengal"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  4. "রাজশাহী ট্রেনের সময়সূচী"। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। ২২ মার্চ ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.