তিতুমীর এক্সপ্রেস

তিতুমীর এক্সপ্রেস (ট্রেন নং-৭৩৩/৭৩৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজশাহী থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের মাঝে যাতায়ত করে। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন।ট্রেনটি যাত্রাপথে রাজশাহী , নাটোর, নওগাঁ, বগুড়া৷, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলা অতিক্রম করে।

তিতুমীর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
যাত্রাপথ
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন
যাত্রাপথের সেবা
খাদ্য সুবিধাআছে
  • একটি বাংলাদেশ রেলওয়ে ২৯০০ ক্লাস লোকোমোটিভ
  • ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ
  • ৭টি এসি ছাড়া কোচ
  • একটি চালক গাড়ী
  • গার্ডব্রেকসংযুক্ত ২টি খাবার কক্ষ

সময়সূচি

ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬:২০ এ রওনা দেয় এবং নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে পৌছে দুপুর ১:৪০ মিনিটে। তিতুমির এক্সপ্রেস সপ্তাহে বুধবার বন্ধ থাকে। যাত্রা বিরতী স্টেশন:

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.