হিলি রেলওয়ে স্টেশন

হিলি রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের ডানদিকে অবস্থিত এবং সীমান্ত পেরোনোর আয়োজন সংবলিত স্থান। স্টেশনের অন্যদিকে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অবস্থিত।

হিলি রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ে স্টেশন
অবস্থানদিনাজপুর জেলা, রংপুর
বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°১৬′৩৮″ উত্তর ৮৯°০০′২৪″ পূর্ব
লাইন (সমূহ)চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন
নির্মাণ
গঠনের ধরণআদর্শ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৮৭৮
আগের নামউত্তরবঙ্গ রেলওয়ে
অবস্থান
হিলি রেলওয়ে স্টেশন
বাংলাদেশের মানচিত্রে অবস্থান

বাণিজ্য ও চোরাচালান

বাংলাদেশ এবং ভারতের মধ্যে হিলি সীমান্ত দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে। এখানে তুলনামূলক হারে চোরাকারবারির সংখ্যা বেশী।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.