টুঙ্গীপাড়া এক্সপ্রেস
টুঙ্গীপাড়া এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৮৩/৭৮৪) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত গোবরা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। শোভন ও শোভন চেয়ারে ৬৪৮ জন যাত্রী, আটটি কোচ মোট ১৬টি বগি দিয়ে ট্রেনটি রাজশাহী-গোপালগঞ্জ-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করে।[1]
টুঙ্গীপাড়া এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১ নভেম্বর ২০১৮ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | গোবরা রেলওয়ে স্টেশন |
বিরতি | ১৩টি স্টেশনে |
শেষ | রাজশাহী রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ২৫৬ কিলোমিটার (১৫৯ মাইল) |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ৪৫ মিনিট |
রেল নং | ৭৮৩/৭৮৪ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
ইতিহাস
১ লা নভেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমে টুঙ্গীপাড়া এক্সপ্রেস উদ্বোধন করেন।[2] ২ই নভেম্বর থেকে এর বাণিজ্যিক যাত্রা শুরু হয়।
বিরতিস্থান
টুঙ্গীপাড়া এক্সপ্রেস নিম্নলিখিত স্থানে যাত্রাবিরতি করে:
- ছোট বহিরবাগ রেলওয়ে স্টেশন
- কাশীয়ানী রেলওয়ে স্টেশন
- বোয়ালমারী রেলওয়ে স্টেশন
- মধুখালী রেলওয়ে স্টেশন
- কালুখালি রেলওয়ে স্টেশন
- কুমারখালী রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- ভেড়ামারা রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
সময়সূচী
এটি গোবরা থেকে ছাড়ে সকাল ৬টা ৪৫ মিনিটে , রাজশাহী পৌছায় দুপুর ১ টা ৩০ মিনিটে। রাজশাহী থেকে ছাড়ে বিকাল ৩ টা ৩০ মিনিটে, গোবরা পৌছায় রাত ১০ টা ১০ মিনিটে।
তথ্যসূত্র
- "চালু হতে যাচ্ছে গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল"। banglanews24.com। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯।
- "যাত্রা শুরু করলো টুঙ্গীপাড়া এক্সপ্রেস"। jagonews24.com। ২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.