পাবনা এক্সপ্রেস

পাবনা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৭৯/৭৮০) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নামে সারাদিনে ৪ বার চলাচল করে।

পাবনা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৫ জুলাই ২০১৮ (15 July 2018)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরু
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৭৯/৭৮০
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে

ইতিহাস

ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন হওয়ার পর ২০১৮ খ্রিষ্টাব্দে প্রথম ট্রেন চালু করা হয় পাবনা এক্সপ্রেস নামে।[1] তবে ঢালারচর অংশের কাজ শেষ না হওয়ায় রাজশাহী থেকে পাবনা রেলওয়ে স্টেশন পর্যন্ত পাবনা এক্সপ্রেস চলাচল করে। এটি উদ্বোধন করা হয় ১৫ই জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দে।

বিরতিস্থান

পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:

  • টেবুনিয়া রেলওয়ে স্টেশন
  • দাশুড়িয়া রেলওয়ে স্টেশন
  • মাঝগ্রাম রেলওয়ে স্টেশন
  • ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
  • আব্দুলপুর রেলওয়ে স্টেশন
  • আড়ানী রেলওয়ে স্টেশন
  • সরদহ রোড রেলওয়ে স্টেশন

সময়সূচী

পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নামে সারাদিনে ৪ বার করে সপ্তাহের প্রতিদিন চলাচল করে ঈশ্বরদী - পাবনা - রাজশাহী - পাবনা - ঈশ্বরদী রুটে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.