পাবনা এক্সপ্রেস
পাবনা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৭৯/৭৮০) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নামে সারাদিনে ৪ বার চলাচল করে।
পাবনা এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ১৫ জুলাই ২০১৮ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৭৭৯/৭৮০ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
ইতিহাস
ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত রেললাইন হওয়ার পর ২০১৮ খ্রিষ্টাব্দে প্রথম ট্রেন চালু করা হয় পাবনা এক্সপ্রেস নামে।[1] তবে ঢালারচর অংশের কাজ শেষ না হওয়ায় রাজশাহী থেকে পাবনা রেলওয়ে স্টেশন পর্যন্ত পাবনা এক্সপ্রেস চলাচল করে। এটি উদ্বোধন করা হয় ১৫ই জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দে।
বিরতিস্থান
পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:
- টেবুনিয়া রেলওয়ে স্টেশন
- দাশুড়িয়া রেলওয়ে স্টেশন
- মাঝগ্রাম রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- সরদহ রোড রেলওয়ে স্টেশন
সময়সূচী
পাবনা এক্সপ্রেস ১-২-৩-৪ নামে সারাদিনে ৪ বার করে সপ্তাহের প্রতিদিন চলাচল করে ঈশ্বরদী - পাবনা - রাজশাহী - পাবনা - ঈশ্বরদী রুটে।
পাবনা এক্সপ্রেস - ১
|
পাবনা এক্সপ্রেস - ২
|
পাবনা এক্সপ্রেস - ৩
|
পাবনা এক্সপ্রেস - ৪
|
তথ্যসূত্র
- "রেল যোগাযোগের নতুন দিগন্ত প্রসারিত করে 'পাবনা এক্সপ্রেস' রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.