মধুমতি এক্সপ্রেস

মধুমতি এক্সপ্রেস (ট্রেন নাম্বার- ৭৫৫/৭৫৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন।

মধুমতি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৫ আগস্ট ২০০৩ (15 August 2003)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুগোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন
বিরতি১১টি স্টেশনে
শেষরাজশাহী রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৫ ঘণ্টা ২৫ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন। (বৃহস্পতিবার বন্ধ)
রেল নং৭৫৫/৭৫৬
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজ

ইতিহাস

মধুমতি এক্সপ্রেস ব্রডগেজ লাইনে চলাচল করে। এটি উদ্বোধন হয় ১৫ ই আগস্ট ২০০৩ খ্রিস্টাব্দে।

বিরতিস্থান

মধুমতি এক্সপ্রেস নিম্নলিখিত স্থানে যাত্রাবিরতি করে:

সময়সূচী

গোয়ালন্দ ঘাট থেকে ছাড়ে বিকাল ৩ টায়, রাজশাহী পৌছায় রাত ৮ টা ২৫ মিনিটে। রাজশাহী থেকে ছাড়ে সকাল ৭টায়, গোয়ালন্দ ঘাট পৌছায় দুপুর ১২ টা ২০ মিনিটে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.