পেট্রাপোল রেলওয়ে স্টেশন

পেট্রাপোল রেলওয়ে স্টেশন হল পেট্রাপোল স্থলবন্দর এর কাছে অবস্থিত একটি রেল স্টেশন।এটি পুরাতন দমদম-খুলনা লাইনের উপর অবস্থিত একটি স্টেশন।স্টেশনটি বনগাঁ শহর ও বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

পেট্রাপোল রেলওয়ে স্টেশন
অবস্থানপেট্রাপোল, বনগাঁ, পশ্চিমবঙ্গ, ভারত
উচ্চতা১০ মিটার (৩৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণআদর্শ
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থাসক্রিয় (শুধু পণ্য পরিষেবা)
ভাড়ার স্থানপূর্ব রেল
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পূর্ব রেল
অবস্থান

ইতিহাস

দমদম খুলনা রেল লাইন এর একটি স্টেশন হিসাবে স্টেশনটি চালু হয়।এর পর স্টেশনটি শেষ যাত্রী পরিষেবা প্রদান করে ১৯৭৬ সালে।পরবর্তীতে স্টেশনটি বন্ধ হয়ে যায়।২০০১ সালে স্টেশনটি পুনরায় চালু হয়।[1] বর্তমানে স্টেশনটির মাধ্যমে ভারতবাংলাদেশ এর মাঝে পণ্য পরিবহন হয়।যাত্রী পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে।

তথ্যসূত্র

  1. "Petrapole-Benapole rail link re-opens after 24 year"দ্যা হিন্দু। সংগ্রহের তারিখ ৩০-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.