সিল্কসিটি এক্সপ্রেস

সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং- ৭৫৪/৭৫৫) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাণশক্তি হিসেবে পরিচিত রাজশাহী মাঝে যাতায়ত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন।

সিল্কসিটি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
ওয়েবসাইটwww.railway.gov.bd
যাত্রাপথ
বিরতি
যাত্রার গড় সময়৬ ঘন্টা ২৫ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন
কারিগরি
গাড়িসম্ভার
  • একটি বাংলাদেশ রেলওয়ে ৬৫০০ ক্লাস লোকোমোটিভ
  • ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ
  • ৭টি এসি ছাড়া কোচ
  • একটি চালক গাড়ী
  • গার্ডব্রেকসংযুক্ত ২টি খাবার কক্ষ

যাত্রার সময়

ট্রেনটি সকাল ৭ঃ৩০ এ (বাংলাদেশ মান সময়) রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে দুপুর ২টায় ঢাকা পৌছে। এটি রাজশাহীভিত্তিক ট্রেন। রাতে এর লোকোমোটিভ এবং কোচসমূহ রাজশাহী রেলস্টেশনে থাকে। এটি সপ্তাহে ৬ দিন চলাচল করে। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে।

কোচসমূহ

ট্রেনটি বর্তমানে চীনের তৈরিকৃত সাদা এয়ারব্রেক কোচদ্বারা চলে। এই কোচ ২০০৭ এ আমদানি করা হয়েছিল। এতে ৮ টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ, ৭ টি নন-এসি কোচ, গার্ডব্রেকসংযুক্ত ২ টি ডাইনিং এবং একটি পাওয়ার কার থাকে। কখনো লোক চাহিদা অনুযায়ী ট্রেনটিতে ২২টি পর্যন্ত কোচ থাকে। চীনা কোচের পূর্বে ট্রেনটি ইরানি এয়ারব্রেক কোচদ্বারা পরিচালিত হত। রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে ইরানী কোচগুলো পরিবর্তন করে সিল্কসিটি এক্সপ্রেসকে নতুন আমদানীকৃত সাদা চীনা রেক দেওয়া হয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.