বনলতা এক্সপ্রেস

বনলতা এক্সপ্রেস (ট্রেন নাম্বার ৭৯১-৭৯২ ) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন এবং রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে অফ সার্ভিস হিসেবে আন্তঃনগর ট্রেন। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন।[2]

বনলতা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
প্রথম পরিষেবা২৫ এপ্রিল, ২০১৯ (25 April, 2019)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল [1]
যাত্রাপথ
শুরুরাজশাহী
বিরতিঢাকা
শেষঢাকা
ভ্রমণ দূরত্ব৩৪৩ কিমি (২১৩ মা)
যাত্রার গড় সময়৪ ঘন্টা ৪০ মিনিট।
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন(শুক্রবার সাপ্তাহিক বন্ধ)
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি প্রথম শ্রেণী এরং চেয়ার কোচ
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
স্বয়ংক্রিয় আলনা ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজব্রডগেজে
পরিচালন গতি১০০

ইতিহাস

২০১৯ সালের ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে কিছুদিন চলার পর ট্রেনটির রুট চাপাইনবাবগন্জ পর্যন্ত বর্ধিত করা হয়। [3]

নামকরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি জীবনানন্দ দাশ এর বিখ্যাত উপন্যাস এর চরিত্র বনলতা সেন থেকে এর নামকরণ করছেন। যেহেতু বনলতা সেন নাটোরের তাই অঞ্চল বিবেচনায় এর নাম বনলতা এক্সপ্রেস হয়।

আসন সংখ্যা

বনলতা এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়েছে। এই ট্রেনে ১২টি নতুন বগি, অত্যাধুনিক এই ট্রেনে শোভন চেয়ারের বগি ৭টি,যার আসন সংখ্যা ৬৬৪টি। এসি বগি ২টি,যার আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কারের আসন সংখ্যা ১৬টি। দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। সবমিলিয়ে বনলতায় মোট আসন থাকছে ৯৪৮টি। ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট।

যাত্রাবিরতি স্টেশন

বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা রুটে ননস্টপ ভাবে চলবে। এই ট্রেনটি যে সকল স্টেশনে থামবে সেগুলো হলোঃ

সময়সূচি

বনলতা এক্সপ্রেস চাপাইনবাবগন্জ থেকে সকাল ০৫:৫০ টায় ছেড়ে ঢাকায় পৌঁছে বেলা ১১টা ৪০ মিনিটে। এবং ঢাকা থেকে ছাড়ে বেলা ১টা ১৫ মিনিটে চাপাইনবাবগন্জ পৌঁছে সন্ধ্যা ০৭:০৫ মিনিটে।[4]

রুটছাড়বেপৌছাবে

বন্ধের দিন

চাপাইনবাবগন্জ থেকে ঢাকাসকাল ০৫:৫৫দুপুর ১১:৪০শুক্রবার
ঢাকা থেকে চাপাইনবাবগন্জদুপুর ১:১৫সন্ধ্যা ০৭:০৫শুক্রবার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বনলতা এক্সপ্রেস নিয়ে অপপ্রচার"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯
  2. "ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেনের সময়সূচি"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  3. "বনলতা এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯
  4. "ঢাকা-রাজশাহী নতুন ট্রেন ‌'বনলতা এক্সপ্রেস'"সমকাল। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.