বরেন্দ্র এক্সপ্রেস

বরেন্দ্র এক্সপ্রেস (ট্রেন নং- ৭৩১/৭৩২) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজশাহী থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের মাঝে যাতায়ত করে। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন।[1]

বরেন্দ্রএক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
প্রথম পরিষেবারাজশাহী
যাত্রাপথ
বিরতিচিলাহাটি
যাত্রার গড় সময়৬ ঘন্টা
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন
যাত্রাপথের সেবা
খাদ্য সুবিধাআছে
  • একটি বাংলাদেশ রেলওয়ে ২৯০০ ক্লাস লোকোমোটিভ
  • চেয়ার কোচ
    • একটি চালক গাড়ী
  • গার্ডব্রেকসংযুক্ত ২টি খাবার কক্ষ

সময়সূচি

ট্রেনটি চিলাহাটি হতে সকাল ৬:০০ টায় রওনা দেয় এবং রাজশাহী পৌছে দুপুর ১:০০ টায়। আবার রাজশাহী হতে দুপুর ৩ঃ০০ টায় রওনা দেয় এবং চিলাহাটি পৌছে রাত ১০:০০ টায়। বরেন্দ্র এক্সপ্রেস সপ্তাহে রবিবার বন্ধ থাকে।

যাত্রা বিরতী স্টেশনগুলো

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.