বোরন শ্রেণী

বোরন শ্রেণী বলতে পর্যায় সারণীর ১৩তম শ্রেণীর মৌলগুলোকে বোঝানো হয়ে থাকে। পর্যায় সারণীর বোরন (B), অ্যালুমিনিয়াম (Al), গ্যালিয়াম (Ga), ইন্ডিয়াম (In), থ্যালিয়াম (Tl), এবং ইউনুনট্রিয়াম (Uut) ইত্যদি মৌলের সমন্বয়ে এই শ্রেণীটি গঠিত হয়েছে। বোরন শ্রেণীর মৌলগুলোর সর্বশেষ শক্তিস্তরে ৩টি করে ইলেকট্রন রয়েছে।[1]

পর্যায় সারণীতে বোরন শ্রেণী (১৩)
 পর্যায়

5
B

13
Al

31
Ga

49
In

81
Tl
113
Uut
ছকের বর্ণনা
Metalloid
Post-transition metal
অজানা রাসায়নিক বৈশিষ্ট্য
Primordial element
সংশ্লেষী

বোরন শ্রেণীর মৌলগুলোকে অপধাতু বলা হয়, তবে ইউনুনট্রিয়াম এ ক্ষেত্রে ব্যাতিক্রম, এই মৌলটি দুর্বল ধাতু দলের অন্তর্ভুক্ত। ইউনুনট্রিয়ামের দূর্বল ধাতুর বৈশিষ্টটি এখনও নিশ্চিত হওয়া যায়নি, এবং আপেক্ষিক প্রতিক্রিয়ার ফলে এই বৈশিষ্টটি প্রমাণিত না হওয়ার সম্ভাবনাও রয়েছে। অ্যালুমিনিয়াম প্রকৃতিতে বিপুল পরিমানে পাওয়া যায়, এবং পৃথিবীর প্রাপ্ত ধাতুগুলোর মধ্যে এটি তৃতীয় অবস্থানে রয়েছে (প্রায় ৮.৩%)[2]

বৈশিষ্টসমূহ

অন্যান্য শ্রেণীর মৌলগুলোর মত, এই শ্রেণীর মৌলগুলোরও ক্ষেত্রেও তাদের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের সাথৈ সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়।

Zমৌলিক পদার্থশক্তিস্তর
5বোরোন2, 3
13অ্যালুমিনিয়াম2, 8, 3
31গ্যালিয়াম2, 8, 18, 3
49ইন্ডিয়াম2, 8, 18, 18, 3
81থ্যালিয়াম2, 8, 18, 32, 18, 3
113ইউনুনট্রিয়াম2, 8, 18, 32, 32, 18, 3

তথ্যসূত্র

  1. C. Kotz, Treichel, R. Townsend, John, Paul, John (২০০৯)। Chemistry and chemical reactivity2। Belmont, Ca, USA: Thomson Books। পৃষ্ঠা 351। আইএসবিএন 0-495-38712-6। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১১
  2. "Soviet Aluminium from Clay"The New Scientist। One Shilling Weekly। 8 (191): 89। ১৯৬০। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.