তৃতীয় পর্যায়ের মৌল

তৃতীয় পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বুঝান‌ো হয় যেগুলো পর্যায় সারণীর তৃতীয় সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণীতে মৌলগুলো একাধিক সারিতে বিন্যস করা হয়েছে। প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্টগুলো ক্রমন্বয়ে পরিবর্তীত হতে থাকে। একই বৈশিষ্টের পুনরাবৃত্তির হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট সম্পন্ন হয়ে থাকে। তৃতীয় শ্রেণীতে মোট আটটি মৌল রয়েছে, মৌলগুলো হল: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এবং আর্গন। প্রথম দুটি মৌল সোডিয়াম এবং ম্যাসনেসিয়াম পর্যায় সারণীর এস-ব্লক এর মৌল, অন্যান্য মৌলগুলো পি-ব্লকের অন্তর্গত।

পর্যায়বৃত্ত প্রবণতা

মৌলসমূহ

মৌলিক পদার্থশ্রেণীইলেকট্রন বিন্যাস
১১Naসোডিয়ামক্ষার ধাতু[Ne] 3s1
১২Mgম্যাগনেসিয়ামমৃৎ ক্ষার ধাতু[Ne] 3s2
১৩Alঅ্যালুমিনিয়ামPost-transition metal[Ne] 3s2 3p1
১৪SiসিলিকনMetalloid[Ne] 3s2 3p2
১৫Pফসফরাসঅধাতু[Ne] 3s2 3p3
১৬Sসালফারঅধাতু[Ne] 3s2 3p4
১৭Clক্লোরিনহ্যালোজেন[Ne] 3s2 3p5
১৮Arআর্গননিষ্ক্রিয় গ্যাস[Ne] 3s2 3p6

সোডিয়াম

ম্যাগনেসিয়াম

অ্যালুমিনিয়াম

সিলিকন

ফসফরাস

সালফার

ক্লোরিন

আর্গন

মৌলসমূহের সারণী

তৃতীয় পর্যায়ের মৌল সমূহ
শ্রেণী ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
#
নাম
১১
Na
১২
Mg
১৩
Al
১৪
Si
১৫
P
১৬
S
১৭
Cl
১৮
Ar
e--conf.

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.