জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন
জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন হল কলকাতা শহরতলি রেলওয়ের একটি স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৪৯ কিলোমিটার (৩০ মা) দূরে শিয়ালদহ–নামখানা লাইনে অবস্থিত। এটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের আওতাধীন। জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ রেল বিভাগের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম। দৈনিক ৩০ জোড়ারও বেশি ইএমইউ লোকাল ট্রেন এই রেলওয়ে স্টেশনের মাধ্যমে চলাচল করে। জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি জয়নগর মজিলপুর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে।[1][2]
![]() জয়নগর মজিলপুর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন | |||||||||||
![]() জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন | |||||||||||
অবস্থান | জয়নগর মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২.১৬৯৫° উত্তর ৮৮.৪১৬০° পূর্ব | ||||||||||
উচ্চতা | ৮ মিটার (২৬ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
লাইন (সমূহ) | শিয়ালদহ–নামখানা লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ৩ | ||||||||||
সংযোগসমূহ | ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ![]() | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | আদর্শ (স্থল স্টেশন) | ||||||||||
পার্কিং | উপলব্ধ | ||||||||||
সাইকেলের সুবিধা | উপলব্ধ | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | উপলব্ধ ![]() | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | জেএনএম | ||||||||||
জোন(সমূহ) | পূর্ব রেল | ||||||||||
বিভাগ(সমূহ) | শিয়ালদহ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৮৮২ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৬৫–৬৬ | ||||||||||
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
ভৌগলিক অবস্থান
জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনের অবস্থান হল ২২°১০′১০″ উত্তর ৮৮°২৪′৫৮″ পূর্ব। এর গড় উচ্চতা হল ৮ মিটার (২৬ ফু)।
ইতিহাস
১৮৮২ খ্রিষ্টাব্দে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদহ থেকে জয়নগর মজিলপুর পর্যন্ত ১,৬৭৬ mm (5 ft 6 in) বিস্তৃত ব্রডগেজ রেলপথ নির্মাণ করেছিল।
বৈদ্যুতিকরণ
শিয়ালদহ থেকে জয়নগর মজিলপুর পর্যন্ত এই রেলপথটির বৈদ্যুতিকরণ প্রক্রিয়াটি ১৯৬৫–৬৬ সালে ২৫ কেভি এসি ওভারহেড সিস্টেমের দ্বারা সম্পন্ন হয়েছিল।
বহিঃসংযোগ
- "ভারতীয় রেলপথগগুলির ইতিহাস"। জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "পূর্ব ভারতের রেলপথগুলির উন্নয়নের কালক্রম"। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- "ভারতীয় রেলপথগুলির বৈদ্যুতিকরনের ইতিহাস"।