সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য

সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের সজনেখালি নামক স্থানে অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। এটির আয়তন ৩৬২ বর্গকিমি। ১৯৬০ সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে অভয়ারণ্য ঘোষণা করে এবং ১৯৭৬ সালে তা পুনরায় ঘোষিত হয়।[2]

সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল)
সজেনখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের অন্যান্য অংশ
পশ্চিমবঙ্গে অবস্থান
অবস্থানপশ্চিমবঙ্গ, ভারত
স্থানাঙ্ক২২°০৭′২৬″ উত্তর ৮৮°৪৯′৫৩″ পূর্ব[1]
আয়তন৩৬২ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল)
স্থাপিত১৯৭৬
www.wildbengal.com/urls/pa_san_sajnekhali.htm

জীববৈচিত্র্য

এখানে চিত্রা হরিণ, মেছো বিড়াল, লাল বান্দর, বাংলা বাঘ, দেশি বন শুকর, ভোঁদড়, গুই সাপ, লোনা জলের কুমির, জলপাইরঙা সাগর কাছিম, কেটো কচ্ছপ, এবং নানা প্রজাতির পাখি দেখা যায়।

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Sajnakhali Sanctuary"protectedplanet.net
  2. কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১২৭-১২৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.