নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য

নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৮২ সালে একটি পুরনো আমবাগানকে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এর মোট আয়তন তখন ছিল ১০ হেক্টর। স্থানটি সোনারপুরের কাছে গড়িয়া ক্যানিং রোডের পাশে অবস্থিত। কলকাতার খুব নিকটে এই অভয়ারণ্যটি বিভিন্ন প্রকার পাখির কলকাকলিতে মুখরিত। এখানে যেসব পাখি দেখা যায় সেগুলো হচ্ছে কালামাথা বেনেবৌ, তিলা মুনিয়া, টুনটুনি, সাতভাই ছাতারে প্রভৃতি।[1]

নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য
অবস্থানদক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরনরেন্দ্রপুর
স্থানাঙ্ক২২.৪২৯৫° উত্তর ৮৮.৪০০৭° পূর্ব / 22.4295; 88.4007

আরও দেখুন

তথ্যসূত্র

  1. কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১২৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.