বাংলাদেশের সংরক্ষিত এলাকার তালিকা

বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে রয়েছে বন্যপ্রানীর অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এবং গেম রিজার্ভ । দেশের মোট বন এলাকার ১০.৭% সংরক্ষিত বনাঞ্চল । বর্তমানে বাংলাদেশে ১৫টি জাতীয় উদ্যান, ১২টি অভয়ারণ্য, ১টি গেম রিজার্ভ এবং ৫টি অন্যান্য সংরক্ষিত এলাকা রয়েছে।[1] নিম্নে বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের তালিকা দেয়া হল:

ভাওয়াল জাতীয় উদ্যান, একটি সংরক্ষিত এলাকা

জাতীয় উদ্যান

  1. ভাওয়াল জাতীয় উদ্যান
  2. মধুপুর জাতীয় উদ্যান
  3. রামসাগর জাতীয় উদ্যান
  4. হিমছড়ি জাতীয় উদ্যান
  5. লাউয়াছড়া জাতীয় উদ্যান
  6. কাপ্তাই জাতীয় উদ্যান
  7. নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান
  8. মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান
  9. সাতছড়ি জাতীয় উদ্যান
  10. খাদিমনগর জাতীয় উদ্যান
  11. বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান
  12. কুয়াকাটা জাতীয় উদ্যান
  13. নবাবগঞ্জ জাতীয় উদ্যান
  14. সিংড়া জাতীয় উদ্যান
  15. কাদিগড় জাতীয় উদ্যান
  16. আলতাদীঘি জাতীয় উদ্যান

বন্যপ্রানী অভয়ারণ্য

  1. রেমা–কালেঙ্গা অভয়ারণ্য
  2. চর কুকরি-মুকরি অভয়ারণ্য
  3. সুন্দরবন (পূর্ব) অভয়ারণ্য
  4. সুন্দরবন (পশ্চিম) অভয়ারণ্য
  5. সুন্দরবন (দক্ষিণ) অভয়ারণ্য
  6. পাবলাখালী অভয়ারণ্য
  7. চুনাতি অভয়ারণ্য
  8. ফাসিয়াখালি বন্যপ্রাণ অভয়ারণ্য
  9. দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণ অভয়ারণ্য
  10. হাজারিখিল বন্যপ্রাণ অভয়ারণ্য
  11. সাঙ্গু অভয়ারণ্য
  12. টেকনাফ গেম রিজার্ভ
  13. টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য
  14. দুধমুখী অভয়ারণ্য
  15. চাঁদপাই অভয়ারণ্য
  16. ঢাংমারী অভয়ারণ্য
  17. সোনারচর অভয়ারণ্য
  18. নাজিরগঞ্জ শুশুক অভয়ারণ্য
  19. শিলন্দা নাগডেমড়া শুশুক অভয়ারণ্য
  20. নগরবাড়ি-মোহনগঞ্জ শুশুক অভয়ারণ্য
  21. সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন সংরক্ষিত এলাকা

অন্যান্য

  1. জাতীয় উদ্ভিদ উদ্যান
  2. বলধা গার্ডেন
  3. মাধবকুণ্ড ইকোপার্ক
  4. বাঁশখালী ইকোপার্ক
  5. সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক
  6. ডুলাহাজারা সাফারি পার্ক
  7. বঙ্গবন্ধু সাফারি পার্ক

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট"। ২৩ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.