শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক
শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত পক্ষিশালা ও ইকোপার্ক।[1] বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা হয়।
শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক | |
---|---|
![]() | |
![]() ![]() | |
অবস্থান | দক্ষিণ নিশ্চিন্তাপুর, হোসনাবাদ ইউনিয়ন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম |
স্থানাঙ্ক | ২২.৪৯৩৫৩৮৪° উত্তর ৯২.১২১০৪৪° পূর্ব |
আয়তন | ৪.২০ হেক্টর (১০.৪ একর) |
স্থাপিত | ৭ আগস্ট ২০১০ |
নামকরণ | শেখ রাসেল |
অবস্থান ও বিবরণ
এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটের হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় অবস্থিত।
পার্কটি ৫২০ একর জায়গা জুড়ে বিস্তৃত। ২০১৩ সালের ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালের ৭ আগস্ট।[1]
চিত্রশালা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.