সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য

সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য বাংলাদেশের সুন্দরবনের পশ্চিমে সংরক্ষিত ৭১৫ কিলোমিটার এলাকা জুড়েআবস্থিত বন্যপ্রাণের অভয়ারণ্য, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান[1] এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বৃহৎ অভয়ারণ্য অঞ্চল। এটি বঙ্গোপসাগরের গঙ্গা, ব্রহ্মপুত্রমেঘনা নদীর একত্রিত বদ্বীপে গঠিত। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার[2] রয়েছে বাংলাদেশে[3] এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। অঞ্চলটি রাইমঙ্গল নদী দ্বারা বিভক্ত। সুন্দরবনের বাংলাদেশের অভ্যন্তরে, তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে: সুন্দরবন পূর্ব, সুন্দরবন দক্ষিণ, এবং সুন্দরবন পশ্চিম।

সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য
স্থানাঙ্ক২১.৭৮৯° উত্তর ৮৯.১৯৩° পূর্ব / 21.789; 89.193

শকুনের নিরাপদ এলাকা

শকুনের নিরাপদ এলাকা-২ তফসিল অনুসারে সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণ অভয়ারণ্য শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত।[4]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "UNESCO: Sunderban Wildlife Sanctuaries (PDF)"whc.unesco.org। ইউনেস্কো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯
  2. খসরু চৌধুরী (২৩ জুলাই ২০১০)। "সুন্দরবনের হারানো মাছ" (ওয়েব)দৈনিক প্রথম আলো। ঢাকা। পৃষ্ঠা ২৫। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১০
  3. "Sundarbans Tiger Project"। ২০ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০০৮
  4. "শকুনের নিরাপদ এলাকা"রক্ষিত এলাকা। ২০১৭-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.