কুয়াকাটা জাতীয় উদ্যান

কুয়াকাটা জাতীয় উদ্যান বাংলাদেশের পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ১,৬১৩ হেক্টর (৩,৯৯০ একর) আয়তনের এই উদ্যানটিকে ২০১০ সালের ২৪ অক্টোবর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।[1] উদ্ভিদ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ এবং পর্যটন-সুবিধা উন্নয়নের উদ্দেশ্যে একে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়।[2]

কুয়াকাটা জাতীয় উদ্যান
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান)
বাংলাদেশে অবস্থান
অবস্থানপটুয়াখালী, বরিশাল বিভাগ, বাংলাদেশ
নিকটবর্তী শহরকলাপাড়া
স্থানাঙ্ক২১.৮৫৩৯৬০° উত্তর ৯০.০৯০৭৬৪° পূর্ব / 21.853960; 90.090764
আয়তন১,৬১৩ হেক্টর
স্থাপিত২০১০
কর্তৃপক্ষবাংলাদেশ বন বিভাগ

শকুনের নিরাপদ এলাকা

শকুনের নিরাপদ এলাকা-২ তফসিল অনুসারে কুয়াকাটা জাতীয় উদ্যান শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত।[3]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. "জাতীয় উদ্যান"জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। bforest.gov.bd। ২০১৭-০২-০৫। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৫
  2. কুয়াকাটা জাতীয় উদ্যান ছোট হয়ে আসছে
  3. "শকুনের নিরাপদ এলাকা"রক্ষিত এলাকা। ২০১৭-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.