সোনারচর বন্যপ্রাণ অভয়ারণ্য

সোনারচর বন্যপ্রাণ অভয়ারণ্য বা সোনারচর বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় অবস্থিত একটি বন্যপ্রাণের অভয়ারণ্য। ২০১১ সালের ২৪ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। ২০২৬.৪৮ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত।[1]

সোনারচর বন্যপ্রাণ অভয়ারণ্য
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান)
বাংলাদেশে অবস্থান
অবস্থানপটুয়াখালী, বরিশাল বিভাগ, বাংলাদেশ
নিকটবর্তী শহররাঙ্গাবালী
স্থানাঙ্ক২১.৮৩৯৯৫২° উত্তর ৯০.৫০৩৫৪২° পূর্ব / 21.839952; 90.503542
আয়তন১৭০ হেক্টর
স্থাপিত২০১২
কর্তৃপক্ষবাংলাদেশ বন বিভাগ

শকুনের নিরাপদ এলাকা

শকুনের নিরাপদ এলাকা-২ তফসিল অনুসারে সোনারচর বন্যপ্রাণ অভয়ারণ্য শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত।[2]

তথ্যসূত্র

  1. "বন্যপ্রানী অভয়ারণ্য"জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। ২০১৭-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০২
  2. "শকুনের নিরাপদ এলাকা"রক্ষিত এলাকা। ২০১৭-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.