বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য

বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য (ইংরেজি: Bethuadahari Wildlife Sanctuary), হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি অভয়ারণ্য। ১৯৫৮-৫৯ সালে এই বনভূমির সৃজনকাজ শুরু হয়। ১৯৮০ সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। এর মোট আয়তন ১.২১ বর্গকিমি।[1]

বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য
বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য
অবস্থাননদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরকৃষ্ণনগর
স্থানাঙ্ক২৩.৫৯৭৫৫১৬° উত্তর ৮৮.৩৯২০২২৭° পূর্ব / 23.5975516; 88.3920227

অবস্থান

বেথুয়াডহরী অভয়ারণ্যটি ৩৪ নং জাতীয় সড়কের পাশে বেথুয়াডহরী শহরের সন্নিকটে অবস্থিত। কলকাতা - শিয়ালদহ লাইনে বেথুয়াডহরী রেলওয়ে স্টেশন থেকেও এই স্থানে যাওয়া যায়।

জীববৈচিত্র্য

এখানে চিত্রা হরিণ, বেজী, খরগোশ দেখা যায়।[1] সরীসৃপদের ভেতরে দেখা যায় অজগর, গুই সাপ এবং ঘড়িয়াল[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১৩২-১৩৩।
  2. "Bethuadahari Wildlife Sanctuary"। West Bengal Tourism, Official Website, Department of Tourism, Government of West Bengal। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.