চাপরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য
চাপরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৭৬ সালে এটি অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করে।[1] এটি গোরুমারা জাতীয় উদ্যানের পাশে অবস্থিত।[2] এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশের চালসা এবং লাটাগুড়ি থেকে ৩০ কিমি দূরে অবস্থিত। এবং এই অভয়ারণ্যের মোট আয়তন ৯৬০ হেক্টর।[3]
চাপরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
![]() চাপরামারি ওয়াচ টাওয়ার থেকে দৃশ্য | |
![]() ![]() ![]() ![]() | |
অবস্থান | জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | মালবাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ি |
স্থানাঙ্ক | ২৬.৮৭৪৬৪২৪° উত্তর ৮৮.৮৫৫১০১৯° পূর্ব |
স্থাপিত | ১৯৯৮ |
কর্তৃপক্ষ | ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার |
জীববৈচিত্র্য
এখানে এশীয় হাতি, বন্য বরাহ, সম্বর হরিণ, চিতাবাঘ ও বাংলা বাঘ দেখা যায়।[1]
আরও দেখুন
- পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল
- অসমের সংরক্ষিত অঞ্চলসমূহ
- বাংলাদেশের সংরক্ষিত এলাকার তালিকা
তথ্যসূত্র
- কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১৩৪।
- "Tourism"। Jalpaiguri Municipality। সংগ্রহের তারিখ ২০১৩-১১-২০।
- সেনগুপ্ত, সোমেন (২০১২-১১-১১)। "Call of the Wild" (PDF)। The Statesman। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২০১৩-১১-২০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.