সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন

সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম প্রাচীন স্টেশনগুলির মধ্যে একটি এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সাঁইথিয়া শহরকে রেল-পরিষেবা প্রদান করে। পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে রেল স্টেশনটি।

সাঁইথিয়া জংশন
ভারতীয় রেল জংশন স্টেশন
সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন এর একটি প্লাটফর্ম।
অবস্থানস্টেশন রোড, সাঁইথিয়া, বীরভূম, পশ্চিমবঙ্গ
India
স্থানাঙ্ক২৩°৫৬′৫৮″ উত্তর ৮৭°৪০′৫২″ পূর্ব
উচ্চতা৫৮ মিটার (১৯০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইন (সমূহ)সাহেবগঞ্জ লুপ
অন্ডাল সাঁইথিয়া ব্রাঞ্চ লাইন
প্ল্যাটফর্ম[1]
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণগ্রাউন্ড সিস্টেম
পার্কিংউপলব্ধ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডSNT
জোন(সমূহ) পূর্ব রেল
বিভাগ(সমূহ) হাওড়া
ইতিহাস
চালু১ সেপ্টেম্বর ১৮৫৯ (1 September 1859)
বৈদ্যুতীকরণহা।
ট্রাফিক
যাত্রীসমূহ (২০১৬)দৈনিক গড়ে ৪,৫০০ এর বেশি[2]
অবস্থান
সাঁইথিয়া জংশন
Location in West Bengal##Location in India
সাঁইথিয়া জংশন
Location in West Bengal##Location in India

ইতিহাস

১৮৫৯ সালের অক্টোবরে সাহেবগঞ্জ লুপের খানা-রাজমহল বিভাগের নির্মাণকাজ শেষ হয়েছিল। সাঁইথিয়া রেলস্টেশনের নির্মাণ কাজ পুরো রেল লাইনটি তৈরির অংশ হিসাবে করা হয়েছিল এবং ওই বছরই সাঁইথিয়া রেল স্টেশনের সূচনা। এই স্টেশন থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু ১৮৫৯ সালের ১ সেপ্টেম্বর।[2] ১৮৬০ সালের ৪ জুলাই হাওড়া থেকে খানা জংশন হয়ে থেকে রাজমহল পর্যন্ত ট্রেন যাত্রার সূচনা হয়।[3][4]

অন্ডাল – সাঁইথিয়া শাখা লাইনটি ১৯১৩ সালে নির্মিত হয়েছিল।[5]

সুযোগ-সুবিধা

সাঁইথিয়া রেলস্টেশনের সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর ও দৃতীয় শ্রেণীর ওয়েটিং রুম, চলমান সিড়ি, দুটি ওভার ব্রিজ, ডিজিটাল ঘড়ি, সিসিটিভি ক্যামেরা, প্রসাধন এবং বুকস্টল।

পণ্য পরিবহন সুবিধা

২০১৮ সাল পর্যন্ত সাঁইথিয়া রেল স্টেশনে অনেকগুলি মালগুদাম ছিল। বর্তমানে তা রেলওয়ে সাইডিং হিসাবে ব্যবহৃত হয় রেকে মাল লোড ও আনলোড করার জন্য।[6]

তথ্যসূত্র

  1. https://indiarailinfo.com/departures/sainthia-junction-snt/438
  2. https://www.anandabazar.com/district/purulia-birbhum-bankura/problems-of-sainthia-junction-station-1.337567
  3. George Huddleston (১৯০৬)। History of the East Indian Railway। পৃষ্ঠা 28। ওসিএলসি 12170712
  4. Rao, M.A. (১৯৮৮)। Indian Railways (2nd rev. সংস্করণ)। New Delhi: National Book Trust। পৃষ্ঠা 19। ওসিএলসি 221458584
  5. R.P.Saxena। "Indian Railway History timeline"। ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১১
  6. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/traffic_tran/downloads/ER.pdf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.