বেরো রেলওয়ে স্টেশন

টেমপ্লেট:Adra–Asansol line বেরো রেল স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বেরো গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে রেল-পরিষেবা প্রদানকারী একটি রেল স্টেশন। রামকানালী ও জয়চণ্ডী পাহাড় স্টেশনের মধ্যবর্তী রেলওয়ে স্টেশন হল 'বেরো'।

বেরো
ভারতীয় রেল স্টেশন
বেরো রেলওয়ে স্টেশন
অবস্থানবেরো, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩.৫৪৮২° উত্তর ৮৬.৭২৬৫° পূর্ব / 23.5482; 86.7265
উচ্চতা১৪৭ মিটার (৪৮২ ফু)
লাইন (সমূহ)আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন
প্ল্যাটফর্ম2
নির্মাণ
গঠনের ধরণঅ্যাট গ্রাউন্ড
পার্কিংপাওয়া যায়
সাইকেলের সুবিধাপাওয়া যায় না
অন্য তথ্য
স্টেশন কোডBERO
জোন(সমূহ) দক্ষিণ পূর্ব রেল
বিভাগ(সমূহ) আর্দ্রা
ইতিহাস
চালু১৮৯১
বৈদ্যুতীকরণ১৯৫৭-৬২
আগের নামবেঙ্গল নাগপুর রেলওয়ে
অবস্থান
বেরো রেল স্টেশন
Location in West Bengal

ইতিহাস

নাগপুর ছত্তীসগঢ় রেলওয়ের মানোন্নয়নের উদ্দেশ্যে ১৮৮৭ সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে গঠিত হয়। এরপর এলাহাবাদকে এড়িয়ে হাওড়া থেকে মুম্বই থেকে একটি কম দূরত্বের রেলপথ স্থাপনের লক্ষ্যেবিলাসপুর হয়ে লাইনটি আসানসোল পর্যন্ত সম্প্রসারিত করা হয়। ১৮৯১ সালের ১ ফেব্রুয়ারি হাওড়া দিল্লি মেন লাইনের উপর নাগপুর থেকে আসানসোল পর্যন্ত বেঙ্গল নাগপুর রেলওয়ে মেন লাইনটি পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হয়।[1]

বৈদ্যুতিকরণ

বেরো রেলস্টেশন

টাটানগর-আর্দ্রা-আসানসোল বিভাগের বৈদ্যুতিকরণের কাজ সমাপ্ত হয়েছিল ১৯৫৭-১৯৬২ পর্যায়ে।[2]

তথ্যসূত্র

  1. "Major Events in the Formation of S.E. Railway"। South Eastern Railway। ২০১৩-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৫
  2. Ghose, Arabinda। "Platinum Jubilee of Railway Electrification in India"। Press Information Bureau। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৫

বহিঃসংযোগ

বহিঃ ভিডিও
Bero-Joychandi Pahar-Adra route of South Eastern Railway
পূর্ববর্তী স্টেশন   Indian Railway   পরবর্তী স্টেশন
Ramkanali
South Eastern Railway zone
Asansol-Adra section
Joychandi Pahar
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.