পুরুলিয়া

পুরুলিয়া (ইংরেজি: Purulia), ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা । পুরুলিয়া ছাড়াও রঘুনাথপুর, আদ্রা, ঝালদা, বলরামপুর, কাশীপুর এই জেলার উল্লেখযোগ্য শহর।

পুরুলিয়া
মানভূম শহর
শহর
পুরুলিয়া
স্থানাঙ্ক: ২৩.৩৩° উত্তর ৮৬.৩৭° পূর্ব / 23.33; 86.37
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপুরুলিয়া জেলা
সরকার
  সংসদ সদস্যMriganka মাহাতো
আয়তন
  মোট১৪ কিমি (৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৫ পৌরসভার তথ্যমতে)
  মোট৪,০৬,৫৪০
পুরুলিয়া

পূর্ব দিকে বাঁকুড়া, উত্তরে বর্ধমাণ, দক্ষিণে পঃমেদিনীপুর জেলা এবং পশ্চিমে ঝাড়খন্ড রাজ্য রয়েছে।

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৩৩° উত্তর ৮৬.৩৭° পূর্ব / 23.33; 86.37[1] সমূদ্র সমতল থেকে এর গড় উচ্চতা হল ২২৮ মিটার (৭৪৮ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুসারে পুরুলিয়া শহরের জনসংখ্যা হল ২,৯৩০,১১৫ জন।যাতে পুরুষের সংখ্যা ১,৪৯৬,৯৯৬ এবং নারীর সংখ্যা ১,৪৩৩,১১৯ ।[2] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৬৪.৪৮ ২০০১ এর ৫৫.৫৭% এর তুলনায়। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭.৮৬%, এবং নারীদের মধ্যে এই হার ৫০.৫২%। সমগ্র ভারতের সাক্ষরতার হার ৭৪.০৪% [3]

এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী ২০০১ এর ১৬.১২% এর তুলনায় [2]

পুরুলিয়া র সবচেয়ে বড় শহর হল কাশিপুর।

  1. "Puruliya"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫ অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫ অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "Literacy Rate in India"indiaonlinepages.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.