ধাধকি
ধাধকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল।
ইতিহাস
১৮৭২-১৮৭৩ সালে জে. ডি. বেগলার ধাধকি গ্রামের কাছে ধাধকি টাঁড় নামক স্থানে ১২০ বর্গফুট ব্যাপী বেষ্টিত স্থানের মধ্যে একটি সুবিশাল পুবমুখী মন্দির দেখতে পান| এই মন্দিরে মহামন্ডপ সহ গর্ভগৃহ ছিল| মহামন্ডপে কিছু পাথরের জাফরি সংলগ্ন করা জানালা ছিল| এই মন্দিরের চারপাশে আরও ছোট মন্দির ছিল, যার মধ্যে দুটি ছিল দক্ষিণে , দুটি উত্তরে আর একটি মন্দিরের সম্মুখে| বেগলার অনুমান করেছিলেন এক সময় মূল মন্দিরের পিছনেও আরও দুটি মন্দির ছিল| বেগলার মনে করেছিলেন এই মন্দিরগুলি মান সিংহের রাজত্বকালের সময় তৈরী করা হয়েছিল বা সংস্কার করা হয়েছিল| বেগলারের এটিও মনে হয়েছিল যে এই মন্দিরে ব্যবহৃত উপকরণ অন্য কোনো প্রাচীন মন্দিরের অংশবিশেষ থেকে নেওয়া| এর কারণ উনি পুরানো আর নতুন উপকরণের মধ্যে ফারাকটা বুঝতে পেরেছিলেন|[1]
বর্তমানে ধাধকি টাঁড় প্রত্নস্থলে কোনও দেউল চোখে পড়ে না| তবে ইঁটের ধবংসাবশেষ রয়েছে. যেখান থেকে সম্প্রতি দুটি জৈন মূর্তি পাওয়া গেছে|[2]
মূর্তি
ধাধকি গ্রামে যে দুইটি প্রাচীন জৈন মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিগুলি নবম শতাব্দীতে নির্মিত। মূর্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে দেওয়া হল[3]:৭৮
মূর্তি | বৈশিষ্ট্য |
---|---|
শান্তিনাথ | ৭৬ সেন্টিমিটার x ৩০ সেন্টিমিটার মাপের মূর্তি |
মহাবীর | ৮৯ সেন্টিমিটার x ১৯ সেন্টিমিটার মাপের মূর্তি |
মহাবীর মূর্তিটির দুপাশে ২৪টি তীর্থঙ্করের মূর্তি খোদিত আছে | এই মূর্তির নিচে খোদিত রয়েছে দুটি সিংহ, উপরে মালা হাতে গন্ধর্ব ও গান্ধর্বী, এবং লাঞ্ছন চিহ্ন সিংহ সুষ্পষ্ট| শান্তিনাথ মূর্তিটির দুপাশে দুজন চামরধারী রয়েছে| [4]
তথ্যসূত্র
- J.D. Beglar, Archaeological Survey of India, Report for A tour through the Bengal Provinces, Volume VIII, Published by The Director General Archaeological Survey if India, New Delhi, 2000, Page 195
- সুভাষ রায়, পুরুলিয়ার মন্দির স্থাপত্য , ১ম খন্ড, পৃষ্ঠা ১২৯, প্রকাশক : রাঢ়, সিউড়ি , বীরভুম , ২০১২
- অনিল কুমার চৌধুরী, পুরুলিয়ার গ্রামে গঞ্জে, পুরুলিয়ার কয়েকটি প্রত্নস্থল, সম্পাদনা সুভাষ রায়, অনৃজু প্রকাশনী, চেলিয়ামা, পুরুলিয়া, ৭২৩১৪৬, প্রথম প্রকাশ, আশ্বিন ১৪১৯
- সুভাষ রায়, পুরুলিয়ার মন্দির স্থাপত্য , ১ম খন্ড, পৃষ্ঠা ১২৯,প্রকাশক : রাঢ়, সিউড়ি , বীরভুম , ২০১২