উত্তর দুর্গাপুর
উত্তর দুর্গাপুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ১ ব্লকের অন্তর্গত একটি শহর। এই শহরটি জয়নগর থানার আওতাধীন।
উত্তর দুর্গাপুর | |
---|---|
শহর | |
![]() ![]() উত্তর দুর্গাপুর | |
স্থানাঙ্ক: ২২.১৮৭৬° উত্তর ৮৮.৪২৯৬° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগণা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৭২৩ |
ভাষা | |
• প্রাতিষ্ঠানিক | বাংলা |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
ওয়েবসাইট | s24pgs |
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে উত্তর দুর্গাপুর শহরের জনসংখ্যা হল ৫০৬২ জন।[2] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%। এখানে সাক্ষরতার হার ৬৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪%, এবং নারীদের মধ্যে এই হার ৬০%। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
পুরাকীর্তি
উত্তর দুর্গাপুরের জোড়া মন্দিরতলায় পূর্বমুখী অলিন্দবিহীন দুইটি আটচাল মহাপভু মন্দির অবস্থিত। মন্দিরদুটির মাপ ৫ ফুট ১০ ইঞ্চি X ৫ ফুট ১০ ইঞ্চি ও উচ্চতা ১৮ ফুট। মন্দির দুটির মধ্যে তিব ফুটের ব্যবধান রয়েছে এবং তাদের সংযোগকারী সাধারণ অলিন্দ নির্মিত হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ছাদ গম্বুজাকৃতি বিশিষ্ট।[3]:৬১,৬২
তথ্যসূত্র
- "Yahoo maps of Uttar Durgapur" (ইংরেজি ভাষায়)। Yahoo maps। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৮।
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।
- সাগর চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পুরাকীর্তি, প্রকাশনা প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার, পশ্চিমবঙ্গ সরকার, ৩৩ চিত্তরঞ্জন অ্যাভেনিউ, কলকাতা-৭০০০১২, প্রথম প্রকাশ, ২০০৫
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.