গৌড়দহ রেলওয়ে স্টেশন
গৌড়দহ হল্ট রেলওয়ে স্টেশন হল কলকাতা শহরতলি রেল এর একটি আদর্শ হল্ট স্টেশন। স্টেশনটি শিয়ালদহ-ক্যানিং লাইনএ অবস্থিত। এই স্টেশনটি মাঝেরহাট-ঘুটিয়ারী শরীফ লাইন, ক্যানিং-বারুইপুর লাইন ওসোনারপুর-গোসাবা লাইন এর সঙ্গে যুক্ত। গৌড়দহ স্টেশন ভারতীয় রেল এর পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেল এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন।
![]() গৌড়দহ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন | |||||||||||
![]() গৌড়দহ রেলওয়ে স্টেশন | |||||||||||
অবস্থান | গৌড়দহ, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২.৩৭৮৩° উত্তর ৮৮.৫৩৪৬° পূর্ব | ||||||||||
উচ্চতা | ৬ মিটার (২০ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
লাইন (সমূহ) | শিয়ালদহ–ক্যানিং লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | আদর্শ (স্থল স্টেশন) | ||||||||||
পার্কিং | উপলব্ধ নয় | ||||||||||
সাইকেলের সুবিধা | উপলব্ধ নয় | ||||||||||
প্রতিবন্ধী প্রবেশাধিকার | উপলব্ধ নয় | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | জিকিউডি | ||||||||||
জোন(সমূহ) | পূর্ব রেল | ||||||||||
বিভাগ(সমূহ) | শিয়ালদহ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৮৬২ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৬৫–৬৬ | ||||||||||
আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
স্টেশন চত্বর
প্ল্যাটফর্মে ভাল আশ্রয়ের আচ্ছাদন আছে। স্টেশনে জল এবং স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অনেক সুবিধা রয়েছে। এই স্টেশনে একটি সঠিক সংযোগ সড়ক আছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- "Indian Railways History Time Line"। জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "The Chronology of Railway Development in Eastern India"। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- "History of The Electrification of Indian Railways"।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.