গৌড়দহ রেলওয়ে স্টেশন

গৌড়দহ হল্ট রেলওয়ে স্টেশন হল কলকাতা শহরতলি রেল এর একটি আদর্শ হল্ট স্টেশন। স্টেশনটি শিয়ালদহ-ক্যানিং লাইনএ অবস্থিত। এই স্টেশনটি মাঝেরহাট-ঘুটিয়ারী শরীফ লাইন, ক্যানিং-বারুইপুর লাইনসোনারপুর-গোসাবা লাইন এর সঙ্গে যুক্ত। গৌড়দহ স্টেশন ভারতীয় রেল এর পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেল এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন।


গৌড়দহ
কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন
গৌড়দহ রেলওয়ে স্টেশন
অবস্থানগৌড়দহ, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২.৩৭৮৩° উত্তর ৮৮.৫৩৪৬° পূর্ব / 22.3783; 88.5346
উচ্চতা৬ মিটার (২০ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইন (সমূহ)শিয়ালদহ–ক্যানিং লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণআদর্শ (স্থল স্টেশন)
পার্কিংউপলব্ধ নয়
সাইকেলের সুবিধাউপলব্ধ নয়
প্রতিবন্ধী প্রবেশাধিকারউপলব্ধ নয়
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডজিকিউডি
জোন(সমূহ) পূর্ব রেল
বিভাগ(সমূহ) শিয়ালদহ
ইতিহাস
চালু১৮৬২ (1862)
বৈদ্যুতীকরণ১৯৬৫–৬৬
আগের নামইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   কলকাতা শহরতলি রেল   পরবর্তী স্টেশন
সামনে ক্যানিং
শিয়ালদহ দক্ষিণ
সামনে শিয়ালদহ
অবস্থান

স্টেশন চত্বর

প্ল্যাটফর্মে ভাল আশ্রয়ের আচ্ছাদন আছে। স্টেশনে জল এবং স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ অনেক সুবিধা রয়েছে। এই স্টেশনে একটি সঠিক সংযোগ সড়ক আছে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.