মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র

মন্দিরবাজার (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল।

মন্দিরবাজার
বিধানসভা কেন্দ্র
মন্দিরবাজার
মন্দিরবাজার
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২২°০৯′০০″ উত্তর ৮৮°২০′০০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১৩৫
আসনতফসিলি জাতির জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র২০.মথুরাপুর (এসসি)
নির্বাচনী বছর১৮১,১০৩ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১৩৫ নং মন্দিরবাজার (এসসি) বিধানসভা কেন্দ্রটি মন্দিরবাজার সমষ্টি উন্নয়ন ব্লক এবং লক্ষ্মী-নারায়ণপুর দক্ষিণ, লক্ষ্মী-নারায়ণপুর উত্তর, মথুরাপুর পশ্চিম ও মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েত গুলি মথুরাপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]

মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রটি ২০ নং মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

নির্বাচন
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৭৭মন্দিরবাজাররেনুপদ হালদারসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)[2]
১৯৮২সুভাষ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [3]
১৯৮৭সুভাষ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [4]
১৯৯১সুভাষ রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [5]
১৯৯৬নিকুঞ্জ পাইকভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [6]
২০০১চৌধুরী মোহন জাটুয়াসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [7]
২০০৬ডা. তপতী সাহাভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [8]
২০১১জয়দেব হালদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [9]

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের জয়দেব হালদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর ডা. শরৎ হালদারকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: মন্দিরবাজার (এসসি) কেন্দ্র [9][10]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস জয়দেব হালদার ৮৩,৫২৪ ৫৩.৬৫ +৬.৭৫
সিপিআই(এম) ডা. শরৎ হালদার ৬৪,৮৮৩ ৪১.৬৮ -৮.২৩
বিজেপি গৌতম নস্কর ৩,২০৯
বিএসপি সৌমেন সরদার ১,৬৭০
পিডিএস(আই) বাপ্পা দাস ১,২৬৩
পিডিসিআই প্রনব কুমার পাইক ১,১৩৬
ভোটার উপস্থিতি ১৫৫,৬৮৫ ৮৫.৯৬
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে ঘুরে যাওয়া ১৪.৯৯

১৯৭৭-২০০৬

২০০৬ সালের রাজ্যসভা নির্বাচনে,[8] সিপিআই (এম) এর ডা. তপতী সাহা মন্দিরবাজার (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়াকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া ২০০১ সালে জয়ী হন, সিপিআই (এম) এর নিকুঞ্জ পাইককে পরাজিত করেন।[7] ১৯৯৬ সালে সিপিআই (এম) এর নিকুঞ্জ পাইক কংগ্রেসের তপন সরদারকে পরাজিত করেন।[6] ১৯৯১, ১৯৮৭ এবং ১৯৮২ সালে সিপিআই (এম) এর সুভাষ রায় জয়ী হন, ১৯৯১ সালে কংগ্রেসের সনত পাল্ককে পরাজিত করেন,[5] ১৯৮৭ সালে কংগ্রেসের দুর্গাচরণ মণ্ডলকে[4] এবং ১৯৮২ সালে কংগ্রেসের বীরেন্দ্রনাথ হালদারকে পরাজিত করেন।[3] রেনুপদ হালদার এসইউসি ১৯৭৭ সালে সিপিআই (এম) এর সুভাষ রায়কে পরাজিত করেন।[2][11] এর আগে এই কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (PDF)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। Election= 1 November 2014।
  3. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  4. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  5. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  6. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  7. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  8. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  9. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪
  10. "West Bengal Assembly Election 2011"Mandirbazar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১
  11. "122 - Mandirbazar (SC) Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.