রায়দিঘি বিধানসভা কেন্দ্র
রায়দিঘি (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে মথুরাপুর বিধানসভা কেন্দ্রটি অপসারিত হয় এবং একটি নতুন বিধানসভা কেন্দ্র তৈরি হয় (রায়দিঘি বিধানসভা কেন্দ্র)।
রায়দিঘি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
![]() ![]() রায়দিঘি ![]() ![]() রায়দিঘি | |
স্থানাঙ্ক: ২২°০০′০০″ উত্তর ৮৮°২৬′০০″ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১৩৪ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ২০.মথুরাপুর (এসসি) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১৩৪ নং রায়দিঘি বিধানসভা কেন্দ্রটি মথুরাপুর-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আবদ ভগবানপুর, দেবীপুর, কৃষ্ণচন্দ্রপুর, লালপুর, শংকরপুর ও নলুয়া গ্রাম পঞ্চায়েত গুলি মথুরাপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]
রায়দিঘি বিধানসভা কেন্দ্রটি ২০ নং মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]
বিধানসভার বিধায়ক
নির্বাচন বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | রায়দিঘি | দেবশ্রী রায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[2] |
২০১৬ | রায়দিঘি | দেবশ্রী রায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
দ্রষ্টব্য: পূর্ববর্তী বছরে এলাকার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সদস্য মথুরাপুর বিধানসভা কেন্দ্র দেখুন।
নির্বাচনী ফলাফল
২০১১
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের দেবশ্রী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর কান্তি গাঙ্গুলিকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রায়দিঘি কেন্দ্র[2][3] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | দেবশ্রী রায় | ৯৩,২৩৬ | ৫০.১১ | +৪.১৫# | |
সিপিআই(এম) | কান্তি ভূষণ গঙ্গোপাধ্যায় | ৮৭,৬৮৩ | ৪৭.১২ | -২.৩৩ | |
বিজেপি | দ্বীজেন্দ্রনাথ হালদার | ৩,৩৬৯ | ১.৮১ | ||
নির্দল | দেবশ্রী কয়াল | ১,২৯৫ | |||
বিএসপি | দুলাল চন্দ ঘোড়ামি | ১,২৪৫ | |||
নির্দল | অজয় দাস | ৫৪২ | |||
ভোটার উপস্থিতি | ১৮৬,০৭৫ | ৮৯.৮৬ | |||
তৃণমূল কংগ্রেস জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- "Delimitation Commission Order No. 18" (PDF)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- "West Bengal Assembly Election 2011"। Raidighi (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।