ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র

ময়ূরেশ্বর (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এখন উন্মুক্ত কিন্তু পূর্বে তপসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল।

ময়ূরেশ্বর
বিধানসভা কেন্দ্র
ময়ূরেশ্বর
ময়ূরেশ্বর
পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক: ২৩°৫৯′ উত্তর ৮৭°৪৬′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম
কেন্দ্র নং.২৯০
আসনখোলা
লোকসভা কেন্দ্র৪১.বোলপুর (এসসি)
নির্বাচনী বছর১৮২,৬০০ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৯০ নং ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রটি ময়ূরেশ্বর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ময়ূরেশ্বর-২ সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[1]

ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রটি ৪১ নং বোলপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [1]

বিধানসভার বিধায়ক

নির্বাচন
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৬২ময়ূরেশ্বর (এসসি)গোবর্ধন দাসভারতের কমিউনিস্ট পার্টি[2]
১৯৬৭কানাই সাহাভারতীয় জাতীয় কংগ্রেস [3]
১৯৬৯পঞ্চানন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[4]
১৯৭১লালচাঁদ ফুলমালিভারতের কমিউনিস্ট পার্টি [5]
১৯৭২লালচাঁদ ফুলমালিভারতের কমিউনিস্ট পার্টি [6]
১৯৭৭পঞ্চানন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7]
১৯৮২ধীরেন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8]
১৯৮৭ধীরেন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9]
১৯৯১ধীরেন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10]
১৯৯৬ধীরেন লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11]
১৯৯৮ উপনির্বাচনবিষ্ণু লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০০১বিষ্ণু লেটভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12]
২০০৬সাধু চরণ বাগদিভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13]
২০১১অশোক রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14]
২০১৬অভিজিৎ রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, সিপিআই (এম) এর অশোক কুমার রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের জটিল মণ্ডলকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: ময়ূরেশ্বর কেন্দ্র[15][16][17]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) অশোক কুমার রায় ৬৭,৪৭৮ ৪২.৩১ -১৮.৭১
তৃণমূল কংগ্রেস জটিল মণ্ডল ৬০,৯৫৮ ৩৮.২৩
বিজেপি দুধ কুমার মণ্ডল ৩১,০৩১ ১৯.৪৬ -৭.৫৭
ভোটার উপস্থিতি ১৫৯,৪৬৭ ৮৭.৩৩
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং #
 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১
বীরভূম জেলার সারাংশ
পার্টি আসন জয় আসন পরিবর্তন
তৃণমূল কংগ্রেস
ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
সারা ভারত ফরওয়ার্ড ব্লক
বিপ্লবী সমাজতন্ত্রী দল

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[13] সিপিআই (এম) এর সাধুচরণ বাগদি ময়ূরেশ্বর (এসসি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষচন্দ্র মণ্ডলকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। সিপিআই (এম) এর বিষ্ণু লেট ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের কেষ্টপদ বাগদি কে পরাজিত করেন।[12] সিপিআই (এম) এর ধীরেন লেট ১৯৯৬ সালে বিজেপির অর্জুন সাহাকে,[11] ১৯৯১ সালে বিজেপির অজয় ​​সাহাকে,[10] ১৯৮৭[9] এবং ১৯৮২ সালে[8] কংগ্রেসের/আইসিএস এর কমলাকান্ত মণ্ডলকে পরাজিত করেন। সিপিআই (এম) পঞ্চানন লেট ১৯৭৭ সালে জনতা পার্টির গুনাকর মণ্ডলকে পরাজিত করেন।[7][18]

১৯৬২-১৯৭২

সিপিআইয়ের লালচাঁদ ফুলমালি ১৯৭২[6] এবং ১৯৭১ সালে[5] জয়ী হন। সিপিআই (এম) এর পঞ্চানন লেট ১৯৬৯ সালে জয়ী হন।[4] কংগ্রেসের কানাই লাল সাহা ১৯৬৭ সালে জয়ী হন।[3] সিপিআই এর গোবর্ধন দাস ১৯৬২ সালে জয়ী হন।[2] এর আগে এই কেন্দ্রটি বিদ্যমান ছিল না।[19]

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF) (ইংরেজি ভাষায়)। পশ্চিমবঙ্গ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৫
  2. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  3. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  4. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  5. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  6. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  7. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  8. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  9. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  10. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  11. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  12. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  13. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  14. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪
  15. "Mayreswar"মে ২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২৮
  16. "West Bengal Assembly Election 2011"Muyreswar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০১১-০৪-২০
  17. "West Bengal Assembly Election 2011" (PDF)Mayureswar (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১১-০৯-১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-২০
  18. "290 – Mayureswar (SC) Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১
  19. "Statistical Reports of Assembly Elections"সাধারণ নির্বাচনের ফলাফল এবং পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১০-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.